ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সিপিএল: দেখেনিন পয়েন্ট টেবিলে সাকিবের দল গায়ানার অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ১৯ ১২:১৬:০৯
সিপিএল: দেখেনিন পয়েন্ট টেবিলে সাকিবের দল গায়ানার অবস্থান

তবে সেই শঙ্কাও উড়ে গেছে এখন। প্রায় এক প্রকার নিশ্চিত দুবাইয়ে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে থাকবেন না বাংলাদেশের টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান। বরং এ সময়ে সিপিএল খেলার জন্য এরই মধ্যে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স শিবিরে যোগ দিয়েছেন বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক। জানা গেছে তিনি পরের ম্যাচ থেকেই খেলবেন।

চলমান আসরে মোটেও ভালো অবস্থানে নেই গায়ানা। একরকম নিশ্চিত ভাবে বলা চলে প্রথম রাউন্ড থেকে বিদায়ও নিশ্চিত হয়ে গেছে তাদের। এখন পর্যন্ত খেলা ছয় ম্যাচের চারটিই হেরেছে তারা। এক জয়ের দুই পয়েন্টের সঙ্গে পরিত্যক্ত ম্যাচের একটি পয়েন্ট পেয়েছে দলটি।

নিজেদের সবশেষ ম্যাচে রোববার রাতে বার্বাডোজ রয়্যালসের বিপক্ষে ২৯ রানে হেরেছে গায়ানা। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বার্বাডোজকে হারাতে ১৬ ওভারে ১১১ রান প্রয়োজন ছিল গায়ানার। কিন্তু নির্ধারিত ১৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮১ রানের বেশি করতে পারেনি তারা।

ঘরের মাঠে গায়ানার শেষ চার ম্যাচে খেলবেন সাকিব। জাতীয় দলের ডাকে চলে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার বাঁহাতি লেগস্পিনার তাবরাইজ শামসি। তার জায়গায়ই দলে ঢুকছেন সাকিব। এবারই প্রথমবারের মতো গায়ানার হয়ে খেলবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সিপিএলে সাকিবের অতীত ইতিহাস বেশ সমৃদ্ধ। ২০১৬ সালে জ্যামাইকা তালাওয়াজ ও ২০১৯ সালে বার্বাডোজ রয়্যালসের হয়ে শিরোপা জিতেছেন তিনি। এছাড়া ২০১৩ সালের আসরে এক ম্যাচে মাত্র ৬ রানে ৬ উইকেট নেন সাকিব। যা এখনও সিপিএল ইতিহাসের সেরা বোলিং ফিগার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ