ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

টি-২০ বিশ্বকাপ: স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ২০ ০৯:৪৮:৩০
টি-২০ বিশ্বকাপ: স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টুর্নামেন্টে বাংলাদেশের দ্বিতীয় জয়ের রুপকার ডানহাতি অফস্পিনার সোহেলি খাতুন। প্রায় ৯ বছর পর জাতীয় দলে ফিরে নিজের দ্বিতীয় ম্যাচেই করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। যার সুবাদে স্কটিশদের ৭৭ রানে গুটিয়ে ৬ উইকেটের সহজ জয় পেয়েছে বাংলাদেশ।

ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে স্কটল্যান্ডের মেয়েরা। মাত্র ৪২ রানে ৭ উইকেট হারানোর পর মনে হচ্ছিল পঞ্চাশের আগেই হয়তো গুটিয়ে যাবে তাদের ইনিংস। তবে শেষ তিন উইকেটে আরও ৩৫ রান যোগ করে ফেলে স্কটিশরা।

প্রতিপক্ষের মিডলঅর্ডার ধসিয়ে দেওয়া বোলিংয়ে সোহেলি চার ওভারে ১ মেইডেনসহ মাত্র ৭ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। সোহেলি ২০১৩ সালে অভিষেকের পর ২০১৪ পর্যন্ত খেলেন পাঁচটি ম্যাচ। এই আসর দিয়ে প্রায় সাড়ে ৮ বছর পর আবার ফিরেছেন দলে।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে মাত্র এক ওভার হাত ঘোরানোর সুযোগ পেয়েছিলেন সোহেলি। যেখানে খরচ করে বসেন ১০ রান। দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়ে দলকে উপহার দিলেন ম্যাচজয়ী পারফরম্যান্স। এছাড়া নাহিদা আখতার ২, সালমা খাতুন ও সানজিদা আখতার মেঘলার শিকার ১টি করে উইকেট।

পরে ৭৮ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার শামীমা সুলতানা ৭ রান করে আউট হয়ে যান। মুর্শিদা খাতুনের ব্যাট থেকে আসে ১৬ রান। আগের ম্যাচে হাফসেঞ্চুরি করা অধিনায়ক নিগার সুলতানা এবার খেলেন ৩৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৭ ওভার আগেই ম্যাচ জিতে নেয় বাংলাদেশ।

প্রথম দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেলো বাংলাদেশের। বুধবার বিকেলে যুক্তরাষ্ট্র নারী দলের বিপক্ষে জয় পেলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সেমিতে খেলতে পারবে তারা। এই বাছাইপর্বের দুই ফাইনালিস্ট দল পাবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার টিকিট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ