ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

না করে দিলেন মিচেল মার্শ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১১ ১৬:৩৩:৪৩
না করে দিলেন মিচেল মার্শ

কিছুদিন আগেই অস্ট্রেলিয়ার ওয়ানডে ফরম্যাট থেকে অবসরে যান অ্যারন ফিঞ্চ। এরপর থেকেই অস্ট্রেলিয়া ওয়ানডে ফরম্যাটে নেতাহীন। দলটির পরবর্তী অধিনায়ক হিসেবে কয়েকজনের নাম মিডিয়ায় এসেছে। যদিও সবাই না করে দিয়েছেন।

সম্প্রতি এই ব্যাপারে মার্শ বলেন, ‘ সত্যি বলতে অধিনায়কত্বের দৌড়ে আমি নেই। বিশ্বকাপের আগে নিজেকে পুরোপুরি ফিট রাখতে হবে। বিশ্বকাপের মতো রোমাঞ্চকর আসরের আগে , এই ধরনের কোনো দায়িত্ব আমার ভাবনার মধ্যেই নেই। বিশ্বকাপের পর হয়তো ক্রিকেট অস্ট্রেলিয়ার একটা সিদ্ধান্ত নিতে হবে। তবে এই বিষয় নিয়ে আমার ভাবনা নেই।’

এর আগে কামিন্স এবং স্মিথ এই ব্যাপারে 'না' করেন। তিন ফরম্যাটে একই অধিনায়ক থাকার কোনো মানেই খুঁজে পান না টেস্ট দলনেতা কামিন্স। অপরদিকে স্মিথেরও এই ব্যাপারে আগ্রহ নেই।

কামিন্স বলেন, ‘সব সংস্করণে নেতৃত্ব দেওয়া, সব ম্যাচ খেলা আমার মনে হয় না বাস্তব কোনো চিন্তা। একজন পেসারকে বিশ্রাম দেওয়ার জন্য আপনার সময় খুঁজে বের করতেই হবে।’

স্মিথ বলেন, ‘যদি বোর্ড আমাকে দায়িত্ব নিতে বলে, সত্যি করে বললে আমি আসলে এ মুহূর্তে জানি না কী করব। আমার বয়স হচ্ছে। অবসরের তালিকায় পরবর্তী নামটা তো আমারও হতে পারে। তাই দেখা যাক, কী হয়!’

অস্ট্রেলিয়ার অধিনায়ক হতে কেবল আগ্রহ প্রকাশ করেছেন ডেভিড ওয়ার্নার। যদিও বল টেম্পারিং কাণ্ডের পর নেতৃত্বের ওপর আরোপিত নিষেধাজ্ঞা এখনও কাটেনি তার।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ