ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সর্বনিম্ন রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১১ ১৬:৫৪:২৩
সর্বনিম্ন রানে অলআউট দক্ষিণ আফ্রিকা

যেখানে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৯৯ রানে থামিয়ে দিয়েছে ভারত। এটি ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন স্কোর। এর আগে ১৯৯৯ সালে ভারতের বিপক্ষে সর্বনিম্ন ১১৭ রানে অলআউট হয়েছিল প্রোটিয়ানরা।

দিল্লিতে এদিন টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ২৭ ওভার ১ বল খেলতে পারে প্রোটিয়ানরা। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে অতিথিরা। দক্ষিণ আফ্রিকার পক্ষে মাত্র ৩ ব্যাটসম্যান ডাবল ডিজিট টাচ করতে পারেন। এরমধ্যে সর্বোচ্চ ৩৪ রান আসে হেনরিখ ক্লাসেনের ব্যাট থেকে। এছাড়াও ওপেনার জানেমান মালান ১৫ এবং মার্কো ইয়ানসেন করেন ১৪ রান।

ভারতীয়দের মধ্যে কুলদীপ যাদব ৪ ওভার ১ বল করেই ৪ উইকেট তুলে নেন। খরচ করেন মাত্র ১৮ রান। এছাড়াও আরও দুই স্পিনার ওয়াশিংটন সুন্দর ও শাহবাজ আহমেদও ২টি করে উইকেট শিকার করেন। পেসার মোহাম্মদ সিরিজও ঝুলিতে ২ উইকেট পুরে নেন।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ