ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

শেষ হলো ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টি-২০ ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১২ ১৯:০৪:৩৭
শেষ হলো ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়ার মধ্যকার টি-২০ ম্যাচ, দেখেনিন ফলাফল

এদিন অবশ্য আগে ব্যাট করতে নেমে ৫৪ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছিল ইংল্যান্ড। সেখান থেকে দাওয়িদ মালান ও মঈন আলী পঞ্চম উইকেটে ৯২ রানের জুটি গড়ে লড়াকু সংগ্রহের ভিত গড়ে দেন। মঈন আলী ৪টি চার ও ২ ছক্কায় ৪৪ রানে আউট হন ১৪৬ রানের মাথায়। এরপর ১৫৮ রানে ফেরেন স্যাম কারান। মারমুখী হয়ে ওঠা মালান ফেরেন শেষ ওভারের তৃতীয় বলে। দলীয় ১৭১ রানের মাথায় ৪৯ বলে ৭টি চার ও ৪ ছক্কায় ৮২ রানের ইনিংস খেলে যান তিনি। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে সফরকারীরা। বল হাতে অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়েনিস ৩টি ও অ্যাডাম জাম্পা ২টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ২২ রানেই অ্যারোন ফিঞ্চ ও ডেভিড ওয়ার্নারের উইকেট হারিয়ে বিপাকে পড়ে স্বাগতিকরা। ৫১ রানের মাথায় ফেরেন গ্লেন ম্যাক্সওয়েলও। সেখান থেকে মিচেল মার্শ ও স্টয়েনিস ৪০ রানের জুটি গড়েন। ৯১ রানে স্টয়েনিস আউট হলে এই জুটি ভাঙে। এরপর ১১৪ রানে মার্শ ও ১৪৫ রানে টিম ডেভিড আউট হলে ৬ উইকেট হারিয়ে ১৭০ রানের বেশি করতে পারেনি অজিরা।

ব্যাট হাতে মার্শ ৩ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৪৫ ও ডেভিড ৫ চার ও ১ ছক্কায় ৪০ রান করেন।

বল হাতে ইংল্যান্ডের স্যাম কারান ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। ব্যাট হাতে ঝড় তোলা মালান হন ম্যাচসেরা

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ