ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ম্যাচ শেষে লিটনকে অবিশ্বাস্য সব তথ্য দিলেন বাবর-রিজওয়ান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১৩ ১৩:৫৭:৩৪
ম্যাচ শেষে লিটনকে অবিশ্বাস্য সব তথ্য দিলেন বাবর-রিজওয়ান

পাকিস্তান ক্রিকেট বোর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও প্রকাশ করে। যেখানে লিটন দাসের সঙ্গে কথা বলতে দেখা যায় বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে।

উর্দুতে বাবর আজম লিটন দাসের উদ্দেশে বলেন যত সম্ভব বাইরের কথায় কান না দিতে। বাইরের কথা কানে কম নিলেই নিজের আত্মবিশ্বাস স্থির থাকবে।

বাবরের মতে, ‘যত কম শুনবেন আত্মবিশ্বাস ততটাই স্থির থাকবে। না চাইতেও আপনার মাঝে দ্বিধা চলে আসেই, আপনি ভালো করতে থাকলেও। কেউ একজন কোন কথা বলে দিল, সেটা শুনলে সমস্যা।’

রিজওয়ান বলেন, ‘রিস্টার্ট বাটন চাপো, সব শেষ হবে তাতে। খেলায় ০ হবে, ১০ হবে, সেঞ্চুরি হবে। ড্রেসিরুমে যদি নিজেকে ভিন্ন বানাতে পারো তাহলে পরিস্থিতি ভিন্ন হবে। তখন সেখানে অনেকে এমন হবে যারা সাকিবের মত মানসিকভাবে শক্ত।’

এরপর লিটন রিজওয়ানের কাছে জিজ্ঞাসা করেন যখন ভালো খেলেন তখন তো সবকিছু ভালোই যায়, কিন্তু খারাপ সময়ে মানসিকভাবে কীভাবে ঠিক থাকেন।

উত্তরে রিজওয়ান বলেন, ‘মানসিকভাবে নিজেকে এক জিনিসের জন্য তৈরি করে ফেল। ক্যারিয়ারে এমন ১০ ইনিংস যাবে যেখানে আমি সব করে ফেলতে পারব, আবার এমন ১০ ইনিংস যাবে যেখানে কিছু করতে পারব না। যে বড় প্লেয়ার হবে সে এই ২০ ইনিংসে ৪ বার ফ্লপ হবে, ১৬ বার জিতবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ