ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বড় দুঃসংবাদ ইনজুরিতে ব্রাজিলের তারকা ফুটবলার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১৬ ১৬:২০:২৪
বড় দুঃসংবাদ ইনজুরিতে ব্রাজিলের তারকা ফুটবলার

এভারটনের বিপক্ষে টটেনহ্যামের ম্যাচে দ্বিতীয়ার্ধে আঘাত পান পায়ে। প্রাথমিক চিকিৎসা শেষে কিছুক্ষণ মাঠে ছিলেন। তবে ৫২ মিনিটে ইভেস বিসোমার বদলে থাকে উঠিয়ে নিতে হয়। রিচার্লিসন মাঠ থেকে সরাসরি টানেলে ঢোকেন ছলছল চোখে।

বিশ্বকাপ হতে আর মাসখানেক বাকি। ২৫ বছর বয়সী অ্যাটাকারের আশা ইনজুরিটা গুরুতর যেন না হয়। কিন্তু এভারটনে থাকাকালে এমনই এক ইনজুরিতে দুই মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।

এমন আশঙ্কায় চোখে পানি চলে এসেছিল রিচার্লিসনের।

ইনজুরি নিয়ে তিনি ইএসপিএন ব্রাজিলকে বলেছেন, ‘কথা বলতে কষ্ট হচ্ছে কারণ আমার স্বপ্নপূরণের (বিশ্বকাপে খেলা) খুব কাছে আছি। একই ইনজুরিতে আমি আগেও ভুগেছি। কিন্তু আশা করি এবার যত দ্রুত সম্ভব সেরে উঠবো। শেষবার যখন এভারটনের ছিলাম, তখন দুই মাস মাঠের বাইরে ছিলাম। ’স্পার কোচ কন্তে বলেছেন, ‘আমরা জানি না, আশা করি এটা ততটা গুরুতর নয় তার এই কাফের সমস্যা।

কাল সমস্যা বুঝতে আমরা এমআরআই করবো, আশা করি খুব বড় কিছু নয়। ’ব্রাজিলের বিশ্বকাপ শুরু হবে আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে। ‘জি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ক্যামেরুন ও সুইজারল্যান্ড।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ