ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ব্যাটিং বির্পযয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১৭ ১৬:৩৮:৩১
ব্যাটিং বির্পযয়ে বাংলাদেশ, দেখেনিন সর্বশেষ স্কোর

রান তাড়া করতে নেমে আজও মেকশিফট ওপেনার হিসেবে মেহেদী হাসান মিরাজকে ইনিংস উদ্বোধন করতে পাঠানো হয়। তার সঙ্গী ছিলেন নাজমুল হোসেন শান্ত। ১৬১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৯ রান সংগ্রহ করে দুই ওপেনার। নাজমুল হোসেন শান্ত এ সময় ৯ বলে ১২ রান করে ফজল হক ফারুকীর বলে বোল্ড হয়ে যান।

এরপর ব্যাট করতে নেমে ৪ বল খেলে মাত্র ১ রান করেই বিদায় নেন সৌম্য সরকার। সাকিব আল হাসানও আউট হলেন একইভাবে। ৪ বল খেলে করেন ১ রান। আফিফ হোসেন ধ্রুব তো গোল্ডেন ডাক মেরেই বিদায় নিলেন। সপ্তম ওভারের প্রথম বলে আফগান পেসার ফরিদ আহমেদের বলে আউট হয়ে যান ইয়াসির আলী রাব্বিও।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ৬.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০। ১১ রান নিয়ে ব্যাট করছেন মেহেদী হাসান মিরাজ এবং নুরুল হাসান সোহান উইকেটে রয়েছেন ১ রানে।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে আফগানিস্তান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ