ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: বিসিসিআই’র নতুন সভাপতির নাম ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১৮ ১৮:১৩:২১
ব্রেকিং নিউজ: বিসিসিআই’র নতুন সভাপতির নাম ঘোষণা

আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) মুম্বাইয়ে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। এতে টানা তিন বছর দায়িত্ব পালন করা সাবেক অধিনায়ক সৌরভের স্থলাভিষিক্ত হলেন ৬৭ বছর বয়সী রজার বিনি।

বিসিসিআইয়ের ৩৬তম সভাপতি হলেন রজার বিনি। এখন থেকে তার নেতৃত্বেই এখন চলবে ভারতীয় ক্রিকেট। ১৯৮৩ বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার ছিলেন তিনি। বিসিসিআইয়ে যুক্ত হওয়ার আগে সংগঠক হিসেবে কর্ণাটক ক্রিকেট সংস্থার প্রধান ছিলেন। ভারতের হয়ে ২৭টি টেস্ট ও ৭২টি একদিনের ম্যাচে প্রতিনিধিত্ব করেন সাবেক এই ক্রিকেটার।

এদিকে বিসিসিআই সহ-সভাপতি পদে রয়েছেন আইপিএলের সাবেক চেয়ারম্যান রাজীব শুক্লা। বোর্ডের সচিব পদেও বহাল রয়েছেন সৌরভ গাঙ্গুলীর সময় একই দায়িত্ব সামলানো জয় শাহ। যুগ্ম-সচিব পদে থেকে গেলেন দেবজিৎ শইকয়া। সদ্য বিদায়ী কোষাধ্যক্ষ অরুণ ধুমালকে করা হয়েছে আইপিএলের নতুন চেয়ারম্যান।

এদিকে ভারতীয় বোর্ড থেকে সরে গেলেও সৌরভ থাকছেন ক্রিকেটেই। সাবেক এই কিংবদন্তি অধিনায়ক জানিয়েছেন, বাংলার ক্রিকেট সংস্থার সভাপতি পদের জন্য নির্বাচনে লড়বেন তিনি।

তবে এতদিন মনে করা হচ্ছিল আইসিসির চেয়ারম্যান পদে দেখা যেতে পারে সৌরভকে। কিন্তু বিসিসিআইয়ের বৈঠকে এই নিয়ে আলোচনাই হয়নি। এজিএমের পর বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন, আইসিসির চেয়ারম্যান পদের জন্য কোনও নাম প্রস্তাব করা হবে না।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ