ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপ খেলা চলাকালীন তারকা পেসারকে হারালো শ্রীলঙ্কা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১৯ ১০:৫৬:২৪
বিশ্বকাপ খেলা চলাকালীন তারকা পেসারকে হারালো শ্রীলঙ্কা

বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৭৯ রানের বড় জয় পায় শ্রীলঙ্কা। আর এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আইপিএলে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসে খেলা চামিরা।

মাত্র ১৫ রান খরচায় তিন উইকেট নেন তিনি। তবে এই ম্যাচে নিজের শেষ ওভারে বোলিং করতে এসেই ইনজুরি আক্রান্ত হন চামিরা। নিজের শেষ ওভারের শেষ বল বাকি থাকতে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন তিনি।

এর পরদিনই চামিরার ছিটকে পড়ার ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেয় শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। যদিও চামিরার বদলি কে হবেন তা এখনও নিশ্চিত করেনি তারা।

শ্রীলঙ্কা দলে ইনজুরির থাবা অবশ্য এখানেই শেষ নয়। হ্যামেস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত আছেন দলটির ব্যাটার দানুশকা গুনাথিলাকা এবং পেসার প্রমোদ মাদুশান।

চলমান বিশ্বকাপে প্রথম পর্ব খেলতে নামা শ্রীলঙ্কা নিজেদের প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে হেরেছে। আরব আমিরাতের বিপক্ষে জয় পাওয়ায় দুই পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে সম্প্রতি এশিয়া কাপ জেতা এই দলটি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ