ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মুশফিকের সেঞ্চুরি তারপরও ব্যাকফুটে তার দল, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২০ ১০:৪৯:১৪
মুশফিকের সেঞ্চুরি তারপরও ব্যাকফুটে তার দল, দেখেনিন সর্বশেষ স্কোর

প্রথম ইনিংসে ১৩৪ রানে অলআউট হওয়া ঢাকা মেট্রোর দ্বিতীয় ইনিংসের স্কোর ৪ উইকেটে ১৯১।

অন্যদিকে মঙ্গলবার দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ৩৩৪ রান করা রাজশাহী আর ৩২ রান যোগ করেই বাকি ৪ উইকেট হারিয়ে বসে। ১০৮ রানে নটআউট মুশফিকুর রহিম আউট হয়েছেন ১১০ রানে। ফরহাদ রেজা থেমেছেন ৬৩‘তে।

ঢাকা মেট্রো প্রথম ইনিংস: ১৩৪/১০, ৫৫.৩ ওভার ও দ্বিতীয় ইনিংসে ১৯১/৪, ৬৫ ওভার (মাহফিজুল ইসলাম ৫, সাদমান ইসলাম ৫২, শামসুর রহমান শুভ ১৭, মার্শাল আইয়ুব ৫৯ ব্যাটিং, জাহিদুজ্জামান ৫১ ব্যাটিং; তাইজুল ২/৬৯, নাহিদ রানা ১/৫১, তৌহিদ হৃদয় ১/১৩)।

রাজশাহী প্রথম ইনিংস: ৩৬৬/১০, ১৩৬.৩ ওভার (জুনায়েদ ৫৩, তৌহিদ হৃদয় ৩৬, মুশফিককুর রহিম ১১০, প্রীতমকুমার ৫১, ফরহাদ রেজা ৬৩, তাইজুল ১২; আসাদুল্লাহ গালিব ৩/৭০, শরিফুল্লাহ ২/৮১, রাকিবুল ২/১০৩, আবু হায়দার রনি ১/৫৮)।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ