ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপে বাংলাদেশ যে কারণে ম্যাচ হারবে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২১ ১১:৪৮:৩৮
বিশ্বকাপে বাংলাদেশ যে কারণে ম্যাচ হারবে

টি-টোয়েন্টির পাওয়ার হিটিংয়ে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে। পেশির জোর কিংবা বড় শটে বাংলাদেশি ব্যাটারদের দুর্বলতা চিরন্তন। এছাড়া ফিল্ডিংও ইদানিং খারাপ হচ্ছে। বড় মাঠে ফিল্ডিং করতেও প্রচুর ছোটাছুটি করতে হবে। একেকজনকে অনেকটা জাগায় কাভার করতে হবে। পাওয়ার হিটিংয়ে দুর্বল দলগুলোর জন্য রান নেওয়ার বড় সুযোগ গ্যাপে বল পাঠিয়ে রানিং বিটুইন দ্য উইকেট। কিন্তু উভয় ক্ষেত্রেই বাংলাদেশি ব্যাটাররা খুবই দুর্বল।

বাংলাদেশের টি-টোয়েন্টির টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম কিন্তু উল্টোটাই ভাবছেন। তিনি আজ বৃহস্পতিবার বলেছেন, '(বড় মাঠ) আমাদের সহায়তাই করবে। কারণ আমাদের ব্যাটসম্যানরা পছন্দ করে বলের গতি কাজে লাগাতে। আমরা পাওয়ার হিটার নই, বলের গতির ওপর নির্ভর করি। বড় সীমানা তাই ব্যাটসম্যানদের সহায়তা করবে, যদি তারা সঠিক পকেটে বল ঠেলতে পারে এবং রানিং বিটুউন দা উইকেট ভালো হয়। এটা নিয়ে আমরা কাজ করছি, ফিল্ডিং পজিশন অনুযায়ী জায়গামতো বল ঠেলে দ্রুত দৌড়ানো এবং সুযোগমতো বাউন্ডারি আদায় করা। সঠিক গতিটা ধরতে পারলে আমরা ভালো করব।'

শ্রীরামের কথায় সেই দুটি শর্তই থাকছে, যেসব জায়গায় বাংলাদেশ দুর্বল- 'সঠিক পকেটে বল পাঠানো' এবং দ্রুত দৌড়ানো। টি-টোয়েন্টিতে বাংলাদেশের হরেক সমস্যার মাঝে এই দুটিও অন্যতম। এসব সমস্যা মোকাবেলা করতে শারিরীক ফিটনেসেরও প্রয়োজন আছে। যে ফিটনেসের দিক দিয়ে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেটার বরাবরই দুর্বল। পরের দুই ম্যাচের ভেন্যু সিডনি আর অ্যাডিলেডের মাঠ আরও বড়। সরাসরি সুপার টুয়েলভে ওঠা টাইগারদের জন্য তাই কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ