অবিশ্বাস্য কারণে বন্ধ হতে পারে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় দুপুর ১টার সময় শুরু হবে ম্যাচটি। ৪৮ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটিতে দুই দলের ক্রিকেটাররা মাঠে নামার আগেই বৃষ্টির সম্ভাবনা ভাবাচ্ছে সমর্থকদের। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইটটিতে তো লিখেই দিয়েছে আজকের ম্যাচের সময়কালে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৯০ শতাংশ।
পোর্টালটি নিজেদের ওয়েবসাইটে প্রিভিউর প্রথমেই লিখে রেখেছে, ‘সিডনিতে ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যা সুপার টুয়েলভ পর্বের উদ্বোধনী ম্যাচটিকে বাধা দিতে পারে।’ এছাড়াও বৃষ্টির কারণে ম্যাচের আগের দিন শুক্রবার (২১ অক্টোবর) সারাদিন সিডনির পিচ ঢাকাই ছিল। ম্যাচের দিন বিকেল-সন্ধ্যায়ও বৃষ্টি হবে।
যদিও ক্রিকেট সমর্থক হিসেবে বৃষ্টির পেটে ম্যাচ চলে যাক এমনটা চাইবে না কেউই। তার উপর দীর্ঘ এক বছর পর আবার টি-টোয়েন্টি ফরম্যাটে একে অপরের মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। এক বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেই ম্যাচে অবশ্য কেন উইলিয়ামসনের দলকে স্রেফ উড়িয়ে দিয়েছিল ফিঞ্চের অস্ট্রেলিয়া।
বিশ্বকাপে এর আগে ২০১৬ সালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে অবশ্য ৮ রানের জয় মিলেছে কিউইদের। যদিও টি-টোয়েন্টির পরিসংখ্যানে অজিদের চেয়ে বেশ পিছিয়ে উইলিয়ামসনরা। দুই দলের এখন পর্যন্ত খেলা ১৫ টি-টোয়েন্টির ১০টিতেই জিতেছে হলুদ জার্সিধারীরা। অন্যদিকে কিউইরা জিতেছে মাত্র ৪টি।
তবে এবারের আসরে তরুণ এবং অভিজ্ঞতার মিশেলে দারুণ দল গড়েছে কিউইরা। যেখানে ফিন অ্যালেনের মতো বিধ্বংসী ওপেনার, গ্লেন ফিলিপসের মতো এক্সাইটিং ক্রিকেটার রয়েছে একই সঙ্গে উইলিয়ামসনের মতো ঠান্ডা মাথার খুনে ব্যাটসম্যানও রয়েছেন। কিউইদের বোলিং ডিপার্টমেন্টও দারুণ শক্তিশালী। অভিজ্ঞ ট্রেন্ট বোল্ট, টিম সাউদির সঙ্গে দেড়শ গতির বোলার লকি ফার্গুসন রয়েছেন। স্পিন আক্রমণে মিচেল সান্টনার ও ইস সোধি রয়েছেন।
স্বাগতিক অজিরাও আছে দারুণ ফর্মে। দলটির পক্ষে বিশ্বকাপের ঠিক আগে আগেই ক্যামেরন গ্রিন স্কোয়াডে আসাও বাড়তি অনুপ্রেরণা যোগাবে দলটিকে। এছাড়াও বিশ্বকাপ উপলক্ষে অজি দলে অভিষেক করানো টিম ডেভিডও দলটিকে এগিয়ে রাখবে। যদিও অজিদের ভাবনার বিষয় অধিনায়ক ফিঞ্চ, গ্লেন ম্যাক্সওয়েলের অফ ফর্ম। এদিকে স্টার্ক-হ্যাজলউড-কামিন্সদের নিয়ে গড়া অজিদের বোলিং আক্রমণ তাদের জন্য সবচেয়ে বড় শক্তির জায়গা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট: দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ
- আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়
- সতর্কবার্তা: ‘আরও বড় ভূমিকম্প হতে পারে’
- ভয়াবহ ভূমিকম্পে ঢাকাসহ কেঁপে উঠল সারাদেশ
- বিএনপি অভ্যন্তরীণ কোন্দল: যেসব আসনে পরিবর্তন হচ্ছে প্রার্থী
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: বোলিংয়ে বাংলাদেশ, খেলাটি সরাসর দেখুন Live
- সোনার দামে বড় পতন: ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন কত
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: সুপার ওভারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- ভূমিকম্পে কাঁপল দেশ; আতঙ্কের মাঝেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন আজহারী
- ভূমিকম্প: এই সময় করণীয় কি বিশেষজ্ঞদের পরামর্শ
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: খেলাটি সরাসরি দেখুন Live
- ভূমিকম্পে কাঁপলো দেশ: ১৩টি এলাকা সর্বোচ্চ ঝুঁকিতে
- আজকের সোনার দাম:(শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫)
- আজ ব্রাজিল বনাম মরক্কো কোয়ার্টার ফাইনাল: খেলাটি সরাসরি Live দেখবেন যেভাবে
- dhaka division earthquake:‘এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা’