ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

৩ ওভারেই শেষ দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২৪ ১৮:৩২:১২
৩ ওভারেই শেষ দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল

জবাবে খেলতে নেমে ৩ ওভারেই প্রোটিয়ারা তুলে নিয়েছিল বিনা উইকেটে ৫১ রান। কিন্তু ম্যাচটাই তারা শেষ করতে পারেনি। ছোটো লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন কুইন্টন ডি কক। টেন্ডাই চাতারার প্রথম ওভারেই ৪টি চার ও এক ছক্কায় ২৪ রান তুলেন ডি কক।

রিচার্ড এনগারাভার করা দ্বিতীয় ওভারে আরও ১৭ রান নেন ডি কক। অন্যপ্রান্ত টেম্বা বাভুমা তখনও রানের খাতাই খুলতে পারেননি। তবে খানিক বাদেই বেরসিক বৃষ্টি হানা দেয়।

এরপর আরও এক ওভার খেলা হলেও আবারও বৃষ্টি শুরু হলে আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। ফলে এক পয়েন্ট করে ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে সাউথ আফ্রিকার বোলারদের তোপের মুখে পড়তে হয় জিম্বাবুয়ের ব্যাটারদের। দলীয় ১২ রানেই তারা ৩ উইকেট হারায়। এরপর দলীয় ১৯ রানে শেন উইলিয়ামস ফিরে গেলে বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।

এরপর ওয়েসলি মাধেভেরে ও মিল্টন শুম্বা মিলে জিম্বাবুয়েকে লড়াইয়ের পুঁজি এনে দেন। শেষদিকে শুম্বা ১৮ রান করে ফিরলেও মাধেভেরে ৩৫ রান করে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত।

সাউথ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিদি ২টি উইকেট নেন। একটি করে উইকেট পেয়েছেন ওয়েইন পার্নেল ও এনরিক নরকিয়া।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ