ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

শ্রীলঙ্কা ম্যাচের আগে বাদ পড়লো অস্ট্রেলিয়া তারকা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২৫ ১৮:২৬:১৮
শ্রীলঙ্কা ম্যাচের আগে বাদ পড়লো অস্ট্রেলিয়া তারকা

দলের এক মুখপাত্র জানান, মঙ্গলবারের পরীক্ষায় করোনা ধরা পড়ে অজি লেগস্পিনারের। মৃদু উপসর্গ রয়েছে তার। এশিয়া কাপ চ্যাম্পিয়নদের বিপক্ষে বড় এই ম্যাচের দলে নিশ্চিতভাবে জায়গা পেতেন জাম্পা। কিন্তু কোভিড ধরা পড়ায় তার খেলা শঙ্কায় পড়ে গেলো।

যদিও আইসিসি এই বিশ্বকাপের আগে জানায়, কোভিড হলেও ম্যাচ খেলতে বারণ নেই খেলোয়াড়দের। গত রোববার শ্রীলঙ্কার বিপক্ষে করোনা নিয়েই খেলেন আয়ারল্যান্ড ক্রিকেটার জর্জ ডকরেল। এর আগে কমনওয়েলথ গেমসে ভারতের বিপক্ষে ফাইনালে খেলেন অস্ট্রেলিয়ার নারী দলের কোভিড আক্রান্ত ক্রিকেটার তাহলিয়া ম্যাকগ্রা।

জাম্পা যদি শ্রীলঙ্কার বিপক্ষে না খেলেন, তাহলে বাঁহাতি স্পিনার অ্যাস্টন অ্যাগারকে দেখা যেতে পারে একাদশে। তবে অ্যারন ফিঞ্চ পেস নির্ভর আক্রমণের দিকে গেলে ভিন্ন কথা!

নিউ জিল্যান্ডের কাছে ৮৯ রানে হেরে বিশ্বকাপ শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আর শ্রীলঙ্কা আয়ারল্যান্ডকে হারায় ৯ উইকেটে। পয়েন্ট শূন্য অস্ট্রেলিয়া নেট রান রেটে পিছিয়ে থেকে গ্রুপ-১ এ সবার শেষে

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ