ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

তামিলনাড়ুর বিপক্ষে সাদমানের ৮৯ ও মিঠুনের অপরাজিত ৭৪ রানে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২৫ ২০:৫৫:৫৭
তামিলনাড়ুর বিপক্ষে সাদমানের ৮৯ ও মিঠুনের অপরাজিত ৭৪ রানে সুবিধাজনক অবস্থানে বাংলাদেশ

যেখানে আজ এম এ চিদাম্বরম স্টেডিয়ামে তামিলনাড়ু ক্রিকেট একাদশের বিপক্ষে টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টসে জিতে ব্যাট করতে নেমে ৩২ বলে ৩ রান করে প্যাভিলিয়নে ফেলেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

এরপর ৮৫ রানের পার্টনারশিপ গড়ে তোলেন সাইফ হাসান এবং সাদমান ইসলাম। ১১৯ বলে ৩৮ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাইফ হাসান। তবে ব্যাট হাতে এই দিন সুবিধা করতে পারেননি সাবেক অধিনায়ক মমিনুল হক। মাত্র ২ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

দলীয় ১০১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। তবে অধিনায়ক মোঃ মিঠুন এবং সাদমান ইসলাম প্রতিরোধ গড়ে তোলেন। দুইজন মিলে যোগ করেন ১০৫ রান। তবে সেঞ্চুরি বঞ্চিত হয়েছেন ওপেনার সাদমান ইসলাম। ১৫৪ বলে ৮৯ রান করে প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

এরপর ২ রান করে প্যাভিলিয়নে ফিরেন এনামুল হক বিজয়। তবে অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি তুলে নিয়ে দিন শেষ করেন অধিনায়ক মোঃ মিঠুন। মিঠুন ১২৮ বলে ৫ চার ৪ ছক্কায় ৭৪ ও অনিক ৬ রানে অপরাজিত আছেন। তামিলনাড়ু একাদশের সর্বোচ্চ ৩ উইকেট ভিগনেশের, ২ উইকেট অজিত রামের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ