ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ছোট ছোট ঝলক দেখালেও বাংলাদেশিদের ধারাবাহিকতা নেই: মালিক

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২৫ ২১:৫১:৫৬
ছোট ছোট ঝলক দেখালেও বাংলাদেশিদের ধারাবাহিকতা নেই: মালিক

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই ধুঁকছে বাংলাদেশ। বিশেষ করে ব্যাটাররা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারছেন না। নেদারল্যান্ডসের বিপক্ষে পাওয়ার প্লেতে ১ উইকেট হারিয়ে ৪৭ রান তুললেও মিডল অর্ডারে গিয়ে ছন্দ হারায় বাংলাদেশ। হতাশার ব্যাটিং দেখা মিলেছে ডাচদের বিপক্ষেও।

বাস ডি লিডদের নির্বিষ বোলিংয়ের সামনেও ১৪৪ রানের বেশি তুলতে পারেনি সাকিব আল হাসানের দল। মূলত আফিফ হোসেন ধ্রুবর ৩৮ এবং মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত ২০ রানের ক্যামিওতেই সেই পুঁজি পায় বাংলাদেশ। সর্বশেষ ত্রিদেশীয় সিরিজে ইয়াসির আলি রাব্বির একটি ক্যামিও ইনিংস এবং সাকিবের দুটি হাফ সেঞ্চুরির দেখা মিললেও সেটাতে ছিল না ধারাবাহিকতা।

সেই ইনিংসের পর সেভাবে আর রান করতে পারেননি ইয়াসির। এদিকে টানা দুই হাফ সেঞ্চুরি পাওয়া সাকিব ব্যর্থ হয়েছেন আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে এবং ডাচদের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম খেলায়। ব্যাটারদের এমন অধারাবাহিকতা নিয়েই কথা বলেছেন মালিক। পাকিস্তানের সাবেক এই অধিনায়ক অবশ্য বিশ্বাস করেন, বাংলাদেশের ব্যাটারদের শট খেলার সামর্থ্য রয়েছে।

এ প্রসঙ্গে মালিক বলেন, ‘আমার মনে হয় তারা ভালো শুরু পাচ্ছে না। এই ফরম্যাটে প্রথম তিন ব্যাটার খুব গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে কেউ একজন বড় রান করলে আপনি ভালো পুঁজি পাবেন। আপনি যদি রান তাড়া করতে নামেন তাহলে লক্ষ্যে পৌঁছানো সহজ হবে।’

‘তাদের ব্যাটিংয়ে ছোট ছোট ঝলক দেখা যায় কিন্তু ধারাবাহিকতা নেই যেটা বড় রান বানাতে পারে। তাদের সবার হাতেই ভালো শট আছে। তারা অনেকদিন ধরেও খেলছে। সময় এসেছে তাদের ধারাবাহিকতা আনা এবং দলকে ভালো অবস্থায় নিয়ে যাওয়া।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ