ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

কেউ যদি মনে করে গিয়ে প্রথম বলে চার-ছক্কা মারতে চায়, মারবে। আমার কোন বাধা নেই : সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২৬ ১৪:৫৩:১৭
কেউ যদি মনে করে গিয়ে প্রথম বলে চার-ছক্কা মারতে চায়, মারবে। আমার কোন বাধা নেই : সাকিব

এখন সেই প্রস্তুতির পরীক্ষা দেয়ার সময় হয়েছে বলে জানিয়েছেন সাকিব আল হাসান। এতদিন যত প্রস্তুতি নেওয়ার সেটা নেয়া হয়ে গেছে বলে জানিয়েছেন তিনি। এখন সবাইকে একসাথে জ্বলে উঠতে হবে বলে জানিয়েছেন সাকিব। আজ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সাকিব বলেন,

“আমাদের যা কথা বলার ছিল, সেটি প্রস্তুতির সময়েই বলেছি। এখন কথা বলে খুব বেশি উপকার হবে কি না? এখন যদি বেশি শিখতে যাই, এমন অবস্থা হবে পরীক্ষার আগের রাতে পড়ার মতো। আমার ধারণা আমাদের প্রস্তুতি ভালো আছে। এখন শুধু যার যার মতো রিভিশন দেওয়া দরকার।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামীকাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে সবাইকেই স্বাধীনতা দিয়েছেন সাকিব। কেউ চাইলে প্রথম বলেই ছক্কা মারতে পারেন। সাকিব জানালেন, সবাইকে যাঁর যাঁর সামর্থ্যমতো খেলার পূর্ণ স্বাধীনতাও দেওয়া হয়েছে,

“(খেলোয়াড়) সে নিজের গেমপ্ল্যান ঠিক করবে এবং কীভাবে প্রতিপক্ষের বোলার-ব্যাটসম্যানকে সামলাবে সেটি তার নিজের ওপর নির্ভর করবে। সবাইকে সেই স্বাধীনতা দেওয়া আছে। কেউ যদি মনে করে গিয়ে প্রথম বলে চার-ছক্কা মারতে চায়, মারবে। কেউ যদি চায় প্রথম বল বাউন্সার করবে বা ইয়র্কার করবে, করতে পারে।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ