ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বিরাট ৯৮৯, ক্রিস গেইল ৯৬৫

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২৭ ১৭:৩৪:৫৯
বিরাট ৯৮৯, ক্রিস গেইল ৯৬৫

পাকিস্তানের বিপক্ষে মেলবোর্নে ৫৩ বলে ৮২ রান করে ভারতকে জেতানো কোহলির দুই ম্যাচ মিলিয়ে রান ১৪৪। পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমে এখন পর্যন্ত তার মোট সংগ্রহ ২৩ ম্যাচে ৯৮৯ রান। তাতেই ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান গেইলকে (৯৬৫) পেছনে ফেললেন তিনি।

আর ১১ রান করলে মাহেলা জয়াবর্ধনের (১০১৬) পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক হাজার রানের ক্লাবে যোগ দেবেন কোহলি। আর ২৮ রান করলে ছাড়িয়ে যাবেন লঙ্কান ব্যাটিং গ্রেটকে।

বিশ্বকাপে কোহলির এটি ছিল ১২তম হাফ সেঞ্চুরি। সর্বোচ্চ রান ৮৯ এবং ব্যাটিং গড় ৮৯.৯০ ও স্ট্রাইকার রেট ১৩২.০৪।

এই ম্যাচে টস করতে নেমে রোহিত শর্মা যৌথভাবে সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ খেলার রেকর্ড গড়েছেন। ৩৫তম ম্যাচ খেলতে নেমেছিলেন তিনি, বসেছেন শ্রীলঙ্কার সাবেক ওপেনার তিলকারত্নে দিলশানের পাশে।

নেদারল্যান্ডস কে সহযেই হারিয়ে সেমির পথে একপা এগিয়ে গেল ভারত সিডনিতে গ্রুপ ২-এর ম্যাচে নেদারল্যান্ডকে ৫৫ রানে হারিয়েছে ভারত। ভারতীয়দের দেয়া ১৮০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ডাচরা তুলতে পেরেছে ১২৩ রান।

টসে জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। দলীয় ১১ রানে সাজঘরে ফেরার আগে লোকেশ রাহুল করেন ১২ বলে ৯ রান। পাওয়ারপ্লে শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৩২ রান। এরপর দলের হল ধরেন অধিনায়ক রোহিত শর্মা এবং ভিরাট কোহলি, দুজন মিলে গড়েন ৭৩ রান। আউট হওয়ার আগে রোহিত করেন ৩৯ বলে ৫৩ রান। শেষ পর্যন্ত, কোহলির ৪৪ বলে অপরাজিত ৬২ এবং সূর্যকুমার যাদবের ২৫ বলে অপরাজিত ৫১ রানের ক্যামিওতে ২ উইকেট ভারত তোলে ১৭৯ রান। নেদারল্যান্ডসের পক্ষে ফ্রেড ক্লাসেন এবং পল ভ্যান ম্যাকেরেন পেয়েছেন একটি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় নেদারল্যান্ডস। পাওয়ারপ্লে শেষে ২ উইকেট হারিয়ে তারা তোলে ২৭ রান। দলের পক্ষে ১৫ বলে সর্বোচ্চ ২০ রান করেছেন টিম প্রিঙ্গল। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ২০ ওভারে ডাচরা তুলেছে ১২৩ রান।

ভারতের পক্ষে দুইটি করে উইকেট পেয়েছেন আর্শদিপ সিং, ভুবনেশ্বর কুমার, রবিচন্দ্রন অশ্বিন এবং অক্ষর প্যাটেল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ