ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপ: মুখে উন্নতির ফুলঝুরি মাঠে ফলাফল শূন্য

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২৯ ১০:৩১:৪৭
বিশ্বকাপ: মুখে উন্নতির ফুলঝুরি মাঠে ফলাফল শূন্য

প্রতিটা হারের শেষে বাংলাদেশ দলের সবার মুখস্থ কথা থাকে, আমরা শিখছি। উন্নতি করছি। সাকিব হাঁটলেন ভিন্ন পথে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর বললেন, "বারবার উন্নতির কথা বলতে ভালো লাগে না। আমি হতাশ। আমরা আরও ভালো খেলতে পারতাম। টি-টোয়েন্টি অবশ্য এমনই।"

অধিনায়কের কথায় বোঝা গেল টি-টোয়েন্টিতে যে কোনো কিছু ঘটতে পারে। কিন্তু বড় মঞ্চে বারংবার এমন ভরাডুবির পরেও নিজেদের না বদলানোর ব্যাখ্যা কী হতে পারে! এত বছর পরেও ক্রিকেটের ক্ষুদ্র এই সংস্করণে বাংলাদেশের দৈন্যতা বেশ দৃষ্টিকটু। উন্নতির যে মুখস্থ বুলি ছোঁড়া হয় তার প্রতিফলন নেই খেলোয়াড়দের শরীরী ভাষায়। যেটার গুরুত্ব অপরিহার্য।

বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ জিম্বাবুয়ের বিপক্ষে। আসরে যেভাবে খেলছে তারা, টাইগারদের জন্য কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। মুখের উন্নতি রেখে মাঠের উন্নতিতে মনোযোগ দিতে না পারলে জিম্বাবুয়ে জন্ম দিতে পারে আরেকটি অঘটনের। সাদা চোখে যা অঘটন দেখালেও মোটেই তেমন হবে না!

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ