ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

অবাক ক্রিকেট বিশ্ব: একদিনে পড়লো ৪৩ উইকেট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ০১ ১১:৩১:৪২
অবাক ক্রিকেট বিশ্ব: একদিনে পড়লো ৪৩ উইকেট

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে ঢাকা টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ৮৪ রানে অলআউট হয়। সর্বোচ্চ ২৮ রান করেন শুভাগত হোম চৌধুরী। ১৫ রান করেন অধিনায়ক তাইবুর রহমান। চারজন আউট হন শূন্যরানে। আর কেউ-ই দুই অঙ্কের ঘর পার হতে পারেননি।

রংপুরের হয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন সোহেল রানা। এ ছাড়া আরিফুল হক ৩ উইকেট ও আব্দুল্লাহ আল মামুন নেন ২ উইকেট। ব্যাটিং করতে নেমে আরও খারাপ অবস্থা হয় রংপুরের। সুমন খানের তোপে মাত্র ৭৩ রানে অলআউট হয় রংপুর। নাসির ১৪, আরিফুল ১৯ ও রবিউল হক ১৬ রানে অপরাজিত ছিলেন। সুমন একাই নেন ৫ উইকেট। সালাউদ্দিন শাকিল ৩টি ও ১টি করে উইকেট নেন মোহাম্মদ হোসেন আলী ও তাইবুর রহমান।

অবশ্য দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে ঢাকা। আবদুল মাজিদ ও মাহিদুল ইসলাম অঙ্কন স্কোরবোর্ডে ৮৮ রান জমা করে দিন শেষ করেন। অঙ্কন ৫৪ ও মাজিদ ৩৩ রানে অপরাজিত আছেন।

বিকেএসপির ৩ নম্বর মাঠেও বগুড়ার মতো অবস্থা। প্রথম ইনিংসে খুলনা টস হেরে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৪ রানে অলআউট হয়। সর্বোচ্চ ১৭ রানে অপরাজিত ছিলেন জিয়াউর রহমান। এ কে এস স্বাধীন সর্বোচ্চ ৪ উইকেট নেন। ২টি করে উইকেট নেন শরিফুল্লাহ, রাকিবুল হাসান ও কাজী অনিক।

জবাবে ব্যাটিং করতে নেমে শেখ মেহেদীর ঘূর্ণিতে মাত্র ১১৮ রানে অলআউট হয় ঢাকা মেট্রো। সর্বোচ্চ ৩০ রান করেন অধিনায়ক মার্শাল আইয়্যুব। শেখ মেহেদী একাই নেন ৫ উইকেট। ২টি করে উইকেট নেন আশিকুর রহমান ও জিয়াউর রহমান।

৪৫ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮ রানেই ৩ উইকেট হারায় খুলনা। ১ রান করে আউট হন অমিত মজুমদার-রবিউল ইসলাম রবি। ৪ রানে ফেরেন ইমরুল কায়েস। ২ রানে অপরাজিত আছেন ইমরানুজ্জামান। দুই উইকেট নেন আবু হায়দার রনি। সব মিলিয়ে প্রথম দিনেই পড়েছে ৪৩ উইকেট।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ