ঢাকা, মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২

পাকিস্তানকে ছিটকে দিতে ষড়যন্ত্র করেছিল ভারত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ০৭ ১৫:৩৫:৫৭
পাকিস্তানকে ছিটকে দিতে ষড়যন্ত্র করেছিল ভারত

বাংলাদেশের বিপক্ষে শেষ ম্যাচে জয়ই পাকিস্তানকে শেষ চারে তুলে দিয়েছে। এরপরই মুখ খুলেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা। সরাসরি না বলেও পরোক্ষভাবে পিসিবি প্রধান জানিয়ে দিলেন, ভারত ষড়যন্ত্র করেছিল পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বিদায় করে দিতে! যদিও সে ষড়যন্ত্র কাজে লাগেনি। কারণ, আল্লাহ তাদের সাথে আছেন।

পাকিস্তান সেমিফাইনালে ওঠার পরই টুইট করেন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা। পবিত্র কোরআন থেকে একটি আয়াত উল্লেখ করে দিয়েছেন শুধু সেই টুইটে। সুরা আনফালের ৩০ নম্বর আয়াতের ইংরেজি অনুবাদ উল্লেখ করেন তিনি। যার অর্থ, ‘ওরাও পরিকল্পনা করে। আল্লাহও পরিকল্পনা করেন। আর আল্লাহর পরিকল্পনাই সবার চেয়ে সেরা।’

রমিজ রাজার এই টুইটের পর ভারতীয় মিডিয়া মনে করছে, এটা ভারতকে খোঁচা দিয়েই করা। কারণ, এর অর্থ পরিষ্কার। ভারত ষড়যন্ত্র করেছিল; কিন্তু পাকিস্তানের সঙ্গে আল্লাহ ছিলেন বলে সে ষড়যন্ত্র কার্যকর হয়নি। কারণ, আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী। রমিজ রাজার টুইটে ভারতীয়দেরকেই সবচেয়ে বেশি জবাব দিয়ে রিটুইট করতে দেখা যাচ্ছে।

এবারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে ‘ষড়যন্ত্র’ তত্ব নিয়ে পাকিস্তান এবং বাংলাদেশের বিভিন্ন মহল থেকে বারবার অভিযোগ তোলা হয়েছে। তাদের অভিযোগ, বিশ্বকাপে ভারতকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে। রোহিত শর্মারা যাতে বিশ্বকাপের সেমিফাইনালে সহজে উঠতে পারেন সে রাস্তা পাকা করে দিয়েছে আইসিসি। নানা বিতর্কিত কর্মকাণ্ড ঘটিয়ে, পক্ষপাতমূলক আম্পায়ারিং করিয়ে টেনে তোলা হচ্ছে ভারতকে।

সেসব অভিযোগকারীর মধ্যে রমিজ রাজাও ছিলেন। দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের হারের পরে তিনি রোহিত শর্মাদের খেলার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। পাকিস্তান সেমিফাইনালে উঠতেই সেই বিতর্ক আরও বাড়িয়ে দিলেন পিসিবি চেয়ারম্যান। ভিন্নভাবে হলেও ভারতকে খোঁচা দিলেন তিনি।

অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর পাকিস্তান অধিনায়ক বাবর আজম প্রশংসা করেছেন পুরো দলের। তিনি বলেন, ‘এটা দলগত খেলার ফল। ক্রিকেট সত্যিই খুব মজার খেলা। যেভাবে আমাদের দলের ক্রিকেটাররা শেষ চারের জায়গা পাকা করল তার জন্য ওদের কোনও প্রশংসা যথেষ্ট নয়। সামনে সেমিফাইনাল। এখন থেকেই সেই পরিকল্পনা শুরু করব।’

অ্যাডিলেডের উইকেটে ব্যাট করা খুব একটা সহজ ছিল না বলে জানান বাবর। কিন্তু সেই উইকেটে দলের ব্যাটাররা ভাল খেলেছেন বলে মনে করেন পাকিস্তানের অধিনায়ক। তিনি বলেন, ‘এই পিচে ব্যাট করা খুব একটা সহজ ছিল না। দু’রকমের গতি ছিল। কোনও বল দ্রুত ব্যাটে আসছিল। কোনও বল থেমে আসছিল। তাই শট খেলতে সমস্যা হচ্ছিল।’

দল জিতলেও নিজের এবং রিজওয়ানের খেলায় মোটেও খুশি নন বাবর। তারা রান না করায় মিডল অর্ডারের উপর চাপ বাড়ছে বলে জানান তিনি। পাক অধিনায়ক বলেন, ‘আমি ও রিজওয়ান শেষ পর্যন্ত খেলতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা হল না। তবে হারিস আক্রমণাত্মক ব্যাটিং করেছে। ওকে দেখে ভাল লাগছে। তবে এখন নিজেদের ব্যাটিং নিয়ে কিছু ভাবছি না। সেমিফাইনাল খেলতে মুখিয়ে আছি।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ


Warning: Undefined variable $webp_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 367

Warning: Undefined variable $jpg_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 368

Warning: Undefined variable $jpg_image_path in /home/24updatenews.com/public_html/config/function.php on line 369

শেয়ারবাজার নিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণার নতুন ফাঁদ!

শেয়ারবাজার নিয়ে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতারণার নতুন ফাঁদ!

সাম্প্রতিক সময়ে ফেসবুকে একাধিক ভুয়া বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে, যেখানে বিনিয়োগকারীদের ‘দ্রুত লাভ’ দেখিয়ে প্রলুব্ধ করা হচ্ছে। এসব বিজ্ঞাপনে দাবি করা... বিস্তারিত