টি-২০ বিশ্বকাপ সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে রয়েছে চার তারকা ক্রিকেটারের নাম, দেখেনিন তালিকা
এবার অন্তিম পর্যায়ের লড়াইয়ের পর কোন দল শেষ হাসি হসে, সেদিকে নজর সকলের। ভারত কি পারবে দেড় দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে টি-২০ বিশ্বকাপের ট্রফি দ্বিতীয়বারের জন্য দেশে ফিরিয়ে আনতে? আগ্রহ রয়েছে তা নিয়েও। জমজমাট বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে আসর জমিয়ে দিয়েছেন বেশ কয়েকজন খেলোয়াড়। তাঁদের মধ্যে থেকেই বেহে নেওয়া হবে টুর্নামেন্ট সেরা’কে, মনে করছে ক্রিকেটমহল। কাদের নাম রয়েছে সেই তালিকায়? আসুন দেখে নেওয়া যাক।
বিরাট কোহলি-
টি-২০ বিশ্বকাপ এলেই বিরাট কোহলি(Virat Kohli) পালটে যান। এমনিতে তিনি বিশ্বের সেরা ব্যাটারদের একজন তো বটেই, তবে টি-২০ বিশ্বকাপের ক্ষেত্রে তাঁর শত মাইলের মধ্যেও আপাতত কেউ নেই। চলতি টি-২০ বিশ্বকাপ’ও তার ব্যতিক্রম নয়। প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া ভারত’কে বৈতরণী পার করায় বিরাটের ৮২* রানের মহাকাব্যিক ইনিংস’টি। দ্বিতীয় ম্যাচে আসে ৬২*। তৃতীয় ম্যাচে ঈষৎ ফিকে হলেও চতুর্থ ম্যাচে আমার স্বমহিমায় উজ্জ্বল তিনি। বাংলাদেশের বিরুদ্ধে করেছেন ৬৪*।
চতুর্থ ম্যাচে বড় রান না এলেও ম্যাচ জিততে বড় ভূমিকা নিয়েছেন তিনি। ইতিমধ্যেই টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রানসংগ্রাহকের খেতাব ছিনিয়ে নিয়েছেন কোহলি। ২৪ ম্যাচে তাঁর রান সংখ্যা ১০৯১। ব্যাটিং গড় প্রায় ৮৪। বিশ্বকাপের ব্র্যাডম্যান বলা চলে তাঁকে।প্রায় ৩ বছরের রান খরা কাটিয়ে ফর্মে ফিরে বিরাট নিজেও খুশি। ২০২২ টি-২০ বিশ্বকাপে এখনও অব্দি ৫ ইনিংসে বিরাট করেছেন ২৪৬ রান।
তাঁর ব্যাটে ভর দিয়ে ভারতীয় দল পৌঁছেছে বিশ্বকাপের সেমিফাইনালে। আইসিসি ঘোষিত অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিরাট। এর আগে ২০১৪ এবং ২০১৬ সালে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। ব্যাট হাতে তাঁর দুরন্ত পারফর্ম্যান্সের জন্য ২০২২-এ তৃতীয়বারের জন্য ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হতেই পারেন ‘কিং কোহলি।’
সূর্যকুমার যাদব-
ভারতীয় দলের ব্যাটিং অর্ডারে চার নম্বরে সূর্যকুমার যাদব(Suryakumar Yadav) ছাড়া আর কাউকে এই মুহূর্তে ভাবা যাচ্ছে না। যে ক্রিকেট এখন ৩২ বর্ষীয় ‘স্কাই; খেলছেন তা আগে কখনও দেখে নি ভারতের ক্রিকেটমহল। একমাত্র এবি ডিভিলিয়ার্স ছাড়া কাউকেই এইভাবে হয়ত ব্যাট করতে দেখে নি ক্রিকেটবিশ্ব। মহম্মদ রিজওয়ান’কে সরিয়ে চলতি বছরে টি-২০ বিশ্বর্যাঙ্কিং-এ ১ নম্বর ব্যাটার হিসেবে স্থান করে নিয়েছেন সূর্য।
একমাত্র ব্যাটার হিসেবে ২০২২ ক্যালেন্ডার বর্ষে করেছেন ১০০০ এর বেশী টি-২০ রান। কুড়ি-বিশের ক্রিকেটের ব্যাকরণ নতুন করে যেন লিখছেন ভারতীয় তারকা। বিশ্বকাপেও অব্যাহত সূর্যের বিক্রম। পাকিস্তান ম্যাচে বিশেষ রান পান নি। তারপর থেকে থামানো যাচ্ছে না তাঁকে। নেদারল্যান্ডস ম্যাচে করেন ২৫ বলে ৫১ রান। বাংলাদেশের বিরুদ্ধে আসে ১৬ বলে ৩০। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধ্ব চাপের মুখে অনমনীয় থেকে সূর্যের ৪০ বলে ৬৮ রানের ইনিংস’কে গৌতম গম্ভীর সর্বকালের সেরা বলেছেন।
আর জিম্বাবুয়ের বিরুদ্ধে করেছেন ২৫ বলে ৬১*। উইকেটের চার পাশে তাঁর শট মারার ক্ষমতা হোক বা ২০০’র কাছাকাছি স্ট্রাইক রেট, সূর্যকুমার বাকিদের থেকে আলাদা, মানছেন সবাই। চলতি টি-২০ বিশ্বকাপে এখনও অব্দি সূর্যকুমার করেছেন ৫ ইনিংসে ২২৫ রান। সেমিফাইনাল এবং ফাইনালে নিজের ধারাবাহিকতা বজায় রাখতে পারলে টুর্নামেন্ট সেরা হতেই পারেন ভারতের ‘মিস্টার ৩৬০।’
শাদাব খান-
২০২২ টি-২০ বিশ্বকাপে ‘কামব্যাকে’র এক মহাকাব্য রচনা করেছে পাকিস্তান দল। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে ৪ উইকেটে হার। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে হারতে বাবর আজম, মহম্মদ রিজওয়ানদের বিশ্বকাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত ধরে নিয়েছিলেন সব ক্রিকেটবোদ্ধা। সবাইকে ভুল প্রমাণ করে শেষ চারে প্রবেশ করেছে পাক দল।
পাকিস্তান’কে হারের অন্ধকার রাস্তা থেকে জয়ের সরণী’তে ফেরাতে অন্যতম মুখ্য ভূমিকা পালন করেছেন শাদাব খান(Shadab Khan)। পাকিস্তানো এই অলরাউন্ডার ব্যাটে-বলে দুর্দান্ত পারফর্ম করে দল’কে ভরসা দিয়েছেন। বিশ্বকাপে টিকে থাকতে গেলে বাবর আজমদের জিততেই হৎ দক্ষিণ আফ্রিকা ম্যাচে। সেই ম্যাচে প্রথমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়া পাকিস্তান’কে ম্যাচে ফেরাতে বিশেষ ভূমিকা নেয় শাদাবের ২২ বলে ৫২ রানের ধুন্ধুমার ইনিংস’টি।
এরপর বল হাতেও ২ টি উইকেট নেন তিনি। বাংলাদেশ ম্যাচ’টি পাকিস্তানের কাছে ছিলো কার্যত নক-আউট। সেখানে শাদাবের নেওয়া ২ উইকেট পাক দলের সামনে খুলে দেয় সেমিফাইনালের দরজা। এখনও অব্দি ১০ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ম্যান অফ দ্য টুর্নামেন্টের দৌড়ে রয়েছেন শাদাব’ও।
স্যাম কারান-
ইংল্যান্ডের অলরাউন্ডার স্যাম কারানের’ও(Sam Curran) দারুণ কাটছে টি-২০ বিশ্বকাপ। ডেথ ওভারে রান আটকানো থেকে উইকেট তোলা, সবেতেই দলের স্তম্ভ হয়ে উঠেছেন স্যাম। এখনও অব্দি একটি ইনিংসে কারানের থেকে বেশী উইকেট কেউ পান নি। আফগানিস্তানের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচেই ৩.৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে কারান তুলে নিয়েছিলেন ৫ টি উইকেট। এখনও অব্দি ১০ উইকেট তুলে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুই নম্বরে রয়েছেন স্যাম কারান। সেমিফাইনাল এবং ফাইনালে যদি এই ধারাবাহিকতা দেখাতে পারেন ম্যান অফ দ্য টুর্নামেন্টের খেতাব জুটতে পারে তাঁর’ও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট: দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ
- আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়
- সতর্কবার্তা: ‘আরও বড় ভূমিকম্প হতে পারে’
- ভয়াবহ ভূমিকম্পে ঢাকাসহ কেঁপে উঠল সারাদেশ
- বিএনপি অভ্যন্তরীণ কোন্দল: যেসব আসনে পরিবর্তন হচ্ছে প্রার্থী
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: বোলিংয়ে বাংলাদেশ, খেলাটি সরাসর দেখুন Live
- সোনার দামে বড় পতন: ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন কত
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: সুপার ওভারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- ভূমিকম্পে কাঁপল দেশ; আতঙ্কের মাঝেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন আজহারী
- ভূমিকম্প: এই সময় করণীয় কি বিশেষজ্ঞদের পরামর্শ
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: খেলাটি সরাসরি দেখুন Live
- ভূমিকম্পে কাঁপলো দেশ: ১৩টি এলাকা সর্বোচ্চ ঝুঁকিতে
- আজকের সোনার দাম:(শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫)
- আজ ব্রাজিল বনাম মরক্কো কোয়ার্টার ফাইনাল: খেলাটি সরাসরি Live দেখবেন যেভাবে
- dhaka division earthquake:‘এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা’