ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে নেপাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ০৯ ২১:১৪:৫১
পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে নেপাল

তিন দেশের টুর্নামেন্টের খেলাগুলো হচ্ছে ডাবল লিগ পদ্ধতিতে। লিগ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দলের ঘরেই যাবে ট্রফি। শিরোপা উদ্ধার করতে বাংলাদেশের সামনে জয়ের বিকল্প নেই। ম্যাচ ড্র হলেই চ্যাম্পিয়ন হবে নেপাল।

বাংলাদেশ ও নেপাল দুই দলই তিনটি করে ম্যাচ খেলেছে। তিন ম্যাচে ৯ পয়েন্ট নেপালের, বাংলাদেশের পয়েন্ট ৬। ম্যাচ ড্র হলে ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে নেপাল। বাংলাদেশ জিতলে সমান (৯) হবে দুই দলের পয়েন্ট।

সেক্ষেত্রে গোলগড়ে এগিয়ে থেকে বাংলাদেশ হবে চ্যাম্পিয়ন। বাংলাদেশের গোলগড় এখন +১৬, নেপালের +৯। বাংলাদেশ ও নেপালের প্রথম লেগের খেলায় হিমালয়ের দেশটি জিতেছিল ১-০ গোলে।

বাংলাদেশ তিন ম্যাচের দুটি জিতেছে ভুটানের বিপক্ষে দুইবার। প্রথম লেগে ভুটানকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশ, দ্বিতীয় লেগে জিতেছে ৯-০ গোলে। মাঝে নেপালের বিপক্ষে প্রথম লেগে হেরেছে ১-০ গোলে।

নেপাল তিন ম্যাচের তিনটিই জিতেছে। তারা ভুটানকে প্রথম লেগে ৭-০ গোলে এবং দ্বিতীয় লেগে ১-০ গোলে হারিয়েছে। মাঝে বাংলাদেশকে হারিয়েছে ১-০ গোলে।

বাংলাদেশের জন্য অঘোষিত ফাইনালে পরিণত হওয়া ম্যাচ প্রসঙ্গে দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘নেপালের বিপক্ষে আগের ম্যাচে হারলেও মাঠে আমাদেরই প্রাধান্য ছিল। ওই ম্যাচে আমাদের মেয়েদের কিছু ভুলত্রুটি ছিল। নেপাল একটি সুযোগ পেয়ে সেটা কাজে লাগিয়ে গোল করে ম্যাচ জিতেছে। আমরা ৫-৬ টা সুযোগ পেয়েও কাজে লাগাতে পারিনি। এই ম্যাচেও সুযোগ আমরা পাবো। সেটা কাজে লাগাতে পারলেই আমরা জিততে পারবো।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ