ভারতের লজ্জাজনক বিদায়ে হতাশ ভক্ত-সমর্থকরাও

ভারতের লজ্জাজনক বিদায়ে হতাশ ভক্ত-সমর্থকরাও। হেলস-বাটলার ঝড়ে এক প্রকার উড়েই গেলো ভারতীয়রা। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় বোলারদের রীতিমত তুলোধুনো করেছে ইংল্যান্ড ব্যাটাররা। ২৪ বল হাতে রেখে ১০ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। রান তাড়া করতে নেমে ৪৯ বলে ৮০ রান করেন জস বাটলার। ৪৭ বলে ৮৬ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচ সেরা হন এলেক্স হেলস।
ম্যাচ শেষে এমন লজ্জার হারের ব্যাখ্যাও দিতে পারেননি রোহিত শার্মা। এই পরাজয়ে এককভাবে বোলারদের ওপরই দায় চাপালেন ভারতীয় অধিনায়ক। গুরুত্বপূর্ণ সময়ে এসে বোলাররা চাপ সামলাতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।
ম্যাচ শেষে রোহিত বলেন, ‘আমরা নিজেদের মেলে ধরতে পারিনি আজ, এটা খুব হতাশার। আমি মনে করি, শেষের দিকে এসে আমরা ভালোই ব্যাট করেছি। কিন্তু বল হাতে আমরা ছিলাম খুবই বাজে।’
রোহিত মনে করেন, এটা এমন কোনো উইকেট ছিল না যে যেখানে ১৬৯ রান ১৬ ওভারে কেউ তাড়া করে ফেলবে। বোলারদের ব্যর্থতার কারণেই এটা হয়েছে। তিনি বলেন, ‘এটা অবশ্যই এমন উইকেট ছিল না যে কেউ আসবে আর আপনার ১৬৮-১৬৯ রান মাত্র ১৬ ওভারে তাড়া করে ফেলবে। মূলতঃ বল হাতে আর ছিলাম পুরোপুরি ব্যর্থ।’
বোলারদের চাপ সামলাতে না পারার বিষয়টা তুলে ধরে রোহিত বলেন, ‘নক আউট স্টেজে এসে চাপ সামলানোটাই আসল। সবাইকে এমন সময়ে চাপ সামলেই খেলতে হয়। কিভাবে সেটা সম্ভব তা ব্যক্তির ওপর নির্ভর করে। আইপিএলের প্লে-অফের মত চাপের ম্যাচগুলো খেলার পর তো তাদের এই চাপ অবশ্যই সামলানো উচিৎ ছিল। কিন্তু এ পর্যায়ে এসেও চাপ সামলাতে না পারলে আর কিভাবে শিখবে? বল হাতে আমরা মোটেও ভালো শুরু করতে পারিনি। আমরাই কেন যেন স্নায়ুর চাপে ছিলাম।’
তবে প্রতিপক্ষের ওপেনারদের কৃতিত্ব দিতে ভোলেননি রোহিত। তিনি বলেন, ‘অবশ্যই তাদের ওপেনারদের কৃতিত্ব দিতে হবে আপনাকে। তারা দুর্দান্ত খেলেছে। প্রথম ওভারেই ভুবনেশ্বরের বল সুইং করছিলো; কিন্তু সে ঠিক জায়গায় ফেলতে পারছিলো না। আমরা চেয়েছিলাম শুরু থেকেই চেপে ধরতে। কোনো সুযোগই দিতে চাইনি। কারণ, উইকেটের চারপাশ এমন এক এরিয়া ছিল আজ যে আমরা জানতাম, রান উঠবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে ভুবি ভালো বল করেছিলো; কিন্তু আজ সে রকম পারেনি। সে নার্ভ ধরে রাখতে পারেনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- শেষ হলো মেলবোর্ন স্টার্স বনাম বাংলাদেশের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচ
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড জায়গা পেলেন যারা
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ ২০২৫: বড় চমক, বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস
- মালয়েশিয়া প্রবাস: যেভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিনা খরচে
- ভারত বনাম বাংলাদেশ: প্রথমার্ধের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি