ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

চমকে ভরা বিশ্বকাপ দল ঘোষণা করলো জার্মানি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১০ ২১:৫০:২৫
চমকে ভরা বিশ্বকাপ দল ঘোষণা করলো জার্মানি

শুধু তাই নয়, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে অতিরিক্ত সময়ে গোল দিয়ে আর্জেন্টিনাকে কাঁদানো মারিও গোটশেকে দলে রাখা হয়েছে। তবে, দলে জায়গা হয়নি অভিজ্ঞ সেন্টার ব্যাক ম্যাটস হুমেলস, মার্কো রিউস এবং ফ্লোরিয়ান উইর্টজের।

বিশ্বকাপে জার্মানির ২৬ সদস্যের দল

গোলরক্ষক : ম্যানুয়েল নয়ার, মার্ক-আন্দ্রে টের স্টেগেন, কেভিন ট্র্যাপ।

ডিফেন্ডার : ম্যাথিয়াস গিন্টার, আন্তোনিও রুডিগার, নিকলাস সুয়েল, নিকো স্লোটারবেক, থিলো কেহেরার, ডেভিড রাউম, লুকাস ক্লোস্টারম্যান, আর্মেল কোস্টেরম্যান, ক্রিশ্চিয়ান গুয়েন্টার।

মিডফিল্ডার : ইকাই গুন্দোগান, জোনাস হফম্যান, লিওন গোরেটজকা, সার্জ নাব্রি, লেরয় সানে, জামাল মুসিয়ালা, ইয়াশুয়া কিমিখ, থমাস মুলার, জুলিয়ান ব্র্যান্ডট, মারিও গোটজে।

ফরোয়ার্ড : কাই হাভার্টজ, ইউসুফা মৌকোকো, নিকলাস ফুয়েলক্রুগ, করিম আদেইমি।

বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। উদ্বোধনী ম্যাচ মাতাবে কাতার ও ইকুয়েডর। এদিকে নিজেদের প্রথম ম্যাচে ২৩ নভেম্বর জাপানের বিপক্ষে মাঠে নামবে জার্মানি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ