ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

রামোস বাদ দিয়ে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো স্পেন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১১ ২০:৩১:৫৯
রামোস বাদ দিয়ে বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো স্পেন

শুক্রবার (১১ নভেম্বর) বিশ্বকাপ উপলক্ষ্যে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন স্পেনের কোচ লুইস এনরিক। এই স্কোয়াডে বেশ চমক রেখেছেন তিনি। যার ফলে রামোসের সঙ্গে দল থেকে বাদ পড়েছেন লিভারপুল মিডফিল্ডার থিয়েগো এবং চেলসির গোলরক্ষক কেপা আরিজাবালাগা।

বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক ডেভিড ডি গিয়াও। এছাড়াও সুযোগ পাননি লিডস ইউনাইটেডের ডিফেন্ডার ডিয়েগো লরেন্টে এবং রিয়াল বেটিস স্ট্রাইকার বোরজা। তবে প্রথমবারের মতো স্পেনের বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন বার্সেলোনার স্ট্রাইকার আনসু ফাতি।

স্পেনের ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড-

গোলরক্ষক: উনাই সাইমন, রবার্ট সানচেজ, ডেভিড রায়া।

ডিফেন্ডার: কারবাহাল, আজপিলিকুয়েটা, এরিক গার্সিয়া, গুইলামোন, পাউ টরেস, আইমেরিক ল্যাপোর্টে, আলবা, গায়া।

মিডফিল্ডার: সার্জিও বুস্কেটস, রদ্রি, গাভি, কার্লোস সোলার, মার্কোস লরেন্টে, পেদ্রি, কোকে।

ফরোয়ার্ড: ফেররান তোরেস, নিকো উইলিয়ামস, ইয়েরেমি পিনো, আলভারো মোরাতা, মার্কো অ্যাসেনসিও, সারাবিয়া, দানি ওলমো, আনসু ফাতি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ