ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো স্পেন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১১ ২১:২১:২২
বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো স্পেন

রামোস অবশ্য গত বছর থেকেই স্পেন দলের বাইরে ছিলেন। মূলত ইনজুরির কারণে বাদ পড়েছিলেন। কিন্তু এরপর ইনজুরি মুক্ত হলেও আর জায়গা হয়নি তার। সুযোগ হয়নি লিভারপুল মিডফিল্ডার থিয়াগো আলকানতারারও। তবে অভিজ্ঞ ফুলব্যাক দানি কারবাহাল ও জর্দি আলবা দলে নিয়েছেন স্প্যানিশ কোচ।

ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক দাভিদ দে হেয়াকে আগে প্রাথমিক দল থেকেই বাদ দিয়েছিলেন এনরিকে। অ্যাথলেটিক বিলবাওয়ের উনাই সাইমনের সঙ্গে ব্রাইটনের রবার্ত সানচেজ ব্রেন্টফোর্ডের দাভিদ রায়াকে নিয়েছিলেন গোলবার সামলাতে। বার্সেলোনার দুই তরুণ মিডফিল্ডার গাভি ও পেদ্রির সঙ্গে ফিরেছেন ফরোয়ার্ড ফাতি।

আগামী ২৩ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে স্পেন। তাদের গ্রুপে রয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও এশিয়ার দল জাপান।

গোলরক্ষক: উনাই সিমন (অ্যাথলেটিক বিলবাও), রবার্ত সানচেজ (ব্রাইটন), দাভিদ রায়া (ব্রেন্টফোর্ড)

ডিফেন্ডার: সিজার আজপিলিকুয়েতা (চেলসি), দানি কারবাহাল (রিয়াল মাদ্রিদ), আয়মেরিক লাপোর্তে (ম্যানচেস্টার সিটি), এরিক গার্সিয়া (বার্সেলোনা), জর্দি আলবা (বার্সেলোনা), পাউ তোরেস (ভিয়ারিয়াল), হোসে গায়া (ভ্যালেন্সিয়া), হুগো গুইলামন (ভ্যালেন্সিয়া)

মিডফিল্ডার: সার্জিও বুসকেতস (বার্সেলোনা), রদ্রি (ম্যানচেস্টার সিটি), গাভি (বার্সেলোনা), পেদ্রি (বার্সেলোনা), কার্লোস সোলার (প্যারিস সেইন্ট জার্মেই), কোকে (অ্যাতলেতিকো মাদ্রিদ), মার্কোস লোরেন্তে (অ্যাতলেতিকো মাদ্রিদ)

ফরোয়ার্ড: ফেরান তোরেস (বার্সেলোনা), আলভারো মোরাতা (অ্যাতলেতিকো মাদ্রিদ), মার্কো অ্যাসেনসিও (রিয়াল মাদ্রিদ), আনসু ফাতি (বার্সেলোনা), নিকো উইলিয়ামস (অ্যাথলেটিক বিলবাও), পাবলো সারাবিয়া (প্যারিস সেইন্ট জার্মেই), ইয়েরেমি পিনো (ভিয়ারিয়াল), দানি ওলমো (আরবি লাইপজিগ)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ