ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো পর্তুগাল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১২ ১০:১৭:৪৭
বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো পর্তুগাল

এবারের বিশ্বকাপের এইচ গ্রুপে অবস্থান করছে পর্তুগাল। তাদের সঙ্গে এই গ্রুপে আরও আছে দক্ষিণ কোরিয়া, উরুগুয়ে আর ঘানা। ২৪ নভেম্বর ঘানার বিপক্ষে ম্যাচ দিয়ে পর্তুগালের বিশ্বকাপ শুরু। এরপর ২৯ তারিখ উরুগুয়ে আর ২ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে সেলেসাওরা।

বিশ্বকাপে অনুমেয় ভাবেই পর্তুগালের নেতৃত্বে থাকছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ইনজুরির কারণে এবারের বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লিভারপুলের ফরোয়ার্ড ডিয়েগো জোটা। তবে চমকে দিয়ে দলে সুযোগ হয়নি তরুণ মিডফিল্ডার রেনাতো সানচেজের। দলে অনুমেয় ভাবেই আছেন ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্দো সিলভারা। আছেন ৩৯ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার পেপে।

পর্তুগালের চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক: ডিয়েগো কস্টা, রুই প্যাট্রিসিও, হোসে সা।

রক্ষণভাগ: জাও ক্যান্সেলো, দিয়োগো ডালোট, পেপে, রুবেন দিয়াজ, দানিলো পেরেইরা, অ্যান্তোনিও সিলভা, নুনো মেন্দেজ, রাফায়েল গুয়েরো।

মধ্যমাঠ: উইলিয়াম, রুবেন নেভেন, পালিনহা, ব্রুনো ফার্নান্দেজ, ভিতিনহা, ওতাভিও, ম্যাথিউস নুনেজ, বার্নার্দো সিলভা, জাও মারিও।

আক্রমণভাগ: ক্রিস্টিয়ানো রোনালদো, জাও ফেলিক্স, রাফায়েল লেওয়া, রিকার্দো হর্তা, আন্দ্রে সিলভা, গঞ্চালো রামোস।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ