একসাথে ফ্রান্সের বিশ্বকাপ দলে দুই ভাই, ফোনের অপেক্ষায় বাবা
১৮ বছর পরে ফ্রান্স ম্যাগাজিন ‘ফুটবল’ জেন ফ্রান্সিসকোর খোঁজ দিয়েছে। যিনি শুধু সাবেক ডিফেন্ডার নন। ফ্রান্সের কাতার বিশ্বকাপ দলে ডাক পাওয়া থিও হার্নান্দেজ ও লুকাস হার্নান্দেজের বাবা। পরিবারের সূত্রে ম্যাগাজিনটি জানিয়েছে যে, দীর্ঘদিন দুই ছেলের ফোনের অপেক্ষায় আছেন এই বাবা।
সংবাদ মাধ্যমের মতে, পারিবারিক কলহে থিও ও লুকসের মায়ের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় ফ্রান্সিকোর। তিনি খুব পারিবারিক লোক ছিলেন। সন্তানদের অধিকারে রাখতে আদালতেও গিয়েছিলেন। কিন্তু পারেননি। সাবেক সঙ্গী সন্তানদের সঙ্গে কথা বলার সুযোগ বন্ধ করে দেন। এরপরই ২০০৪ সালে নিরুদ্দেশ হয়ে যান তিনি।
থাইল্যান্ডেই ছিলেন ফ্রান্সিসকো। সেখানে বার পরিচালনা করতেন। হয়তো কখনও কখনও ভেবেছেন হুট করে হাজির হবেন দুই সন্তানের কাছে। কিন্তু ২০১৯ সালে বায়ার্ন মিউনিখে খেলা তার ছেলে লুকাস এক সাক্ষাৎকারে বলেন যে, ‘জানি না, আমার বাবা বেঁচে আছেন কিনা। একদিন তিনি আমাদের ছেড়ে চলে যান। আর কোনদিন তার নামও শুনিনি।’
ততদিনে ফ্রান্সিসকো থাইল্যান্ডে আছেন বলে টুকটাক খবর বেরুচ্ছে। সেখান থেকে আবার ফিরে আসেন ফ্রান্সে। বর্তমান পিএসজি কোচ ক্রিস্টোফার গালতিয়ের ছিলেন ফ্রান্সিসকোর তুলুজ সতীর্থ। তিনি বলেছেন যে, ‘তার ব্যাপারে তো অনেক নেতিবাচক কথা শুনি এবং পড়ি। কিন্তু আসলে তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ। খুবই পারিবারিক। যার কাছে পরিবারই ছিল সব। যিনি তার বাচ্চাদের খুবই ভালোবাসতেন।’
সংবাদ মাধ্যম দাবি করেছে থাইল্যান্ডে চাচাতো ভাই ব্রুনো সালিবার সঙ্গে ব্যবসা করতেন ফ্রান্সিসকো। তিনিও ভিন্ন কথা বলেছেন, ‘জেন ফ্রান্সিসকোর বিষয়ে সত্য একদিন বেরিয়ে আসবেই। বছরের পর বছর ধরে লোকজন তার ব্যাপারে যা ইচ্ছে বলে যাচ্ছে। সত্য না বলে তার দুর্নাম করছে। তিনি কখনই তার সন্তানদের ত্যাগ করেননি। লুকাস- ও থিও’র মা (লওরেন্স) বাচ্চাদের থেকে বাবাকে দূরে সরিয়েছেন।’
অন্য সঙ্গীর সংসারে জেন ফ্রান্সিসকোর একটা মেয়ে আছে। নাম লওরেন্স হার্নান্দেজ। তারও দাবি, তার বাবাকে ছোট করা হচ্ছে বছরের পর বছর। জেন ফ্রান্সিসকোর অন্য সঙ্গী সনিয়া মডলেস বলেছেন, ‘আমরা আদালতে গেছি, লড়াই করেছি যা বিষয়টি আরও খারাপ করেছে। যে কারণে হতাশায় থাইল্যান্ডে চলে যায় ফ্রান্সিসকো। আমি জানি, কতবার ছেলেদের সঙ্গে কথা বলতে চেয়েছেন তিনি। কিন্তু ওদের মা কখনও ছেলেদের কাছে ফোন দেননি। সন্তানদের জীবনের চেয়ে ভালো বাসতেন ফ্রান্সিসকো। এটা লুকাস ও থিও’র জানা দরকার।’
ফ্রান্সিসকোর মেয়ে এবং হার্নান্দেজ ভাইদের সৎ বোন লউরিস হার্নান্দেজ জানিয়েছেন, ছেলেদের দেখতে কোন ম্যাচই মিস করেন না ফ্রান্সিসকো, ‘তিনি একাকি বসে ছেলেদের খেলা দেখেন, কারণ খেলার শুরু থেকে শেষ পর্যন্ত তার চোখের পানি ফুরায় না। তিনি তার ছেলেদের মিস করেন। এমন নয় বিষয়টি ছেলেদের অর্থের জন্য।’
লউরিস বলেছেন, ‘আমি জানি, বাবা মনে মনে আশা করেন যে, একদিন তার ছেলেরা তাকে ফোন করবে। তিনি তার ছেলেদের খুবই ভালোবাসেন। এটা যদি সত্যিই ঘটে, তিনি যে কত খুশি হবেন তা আমি বলে বোঝাতে পারবো না। আমি বিশ্বাস করি এটা সত্যিই একদিন ঘটবে। তারা একদিন একত্রিত হবেন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্ট: দ্বিতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ
- আজকের ভূমিকম্পের উৎপত্তিস্থল কোথায়
- সতর্কবার্তা: ‘আরও বড় ভূমিকম্প হতে পারে’
- ভয়াবহ ভূমিকম্পে ঢাকাসহ কেঁপে উঠল সারাদেশ
- বিএনপি অভ্যন্তরীণ কোন্দল: যেসব আসনে পরিবর্তন হচ্ছে প্রার্থী
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: বোলিংয়ে বাংলাদেশ, খেলাটি সরাসর দেখুন Live
- সোনার দামে বড় পতন: ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন কত
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: সুপার ওভারে শেষ ম্যাচ, জানুন ফলাফল
- ভূমিকম্পে কাঁপল দেশ; আতঙ্কের মাঝেই গুরুত্বপূর্ণ বার্তা দিলেন আজহারী
- ভূমিকম্প: এই সময় করণীয় কি বিশেষজ্ঞদের পরামর্শ
- বাংলাদেশ বনাম ভারত সেমি ফাইনাল: খেলাটি সরাসরি দেখুন Live
- ভূমিকম্পে কাঁপলো দেশ: ১৩টি এলাকা সর্বোচ্চ ঝুঁকিতে
- আজকের সোনার দাম:(শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫)
- আজ ব্রাজিল বনাম মরক্কো কোয়ার্টার ফাইনাল: খেলাটি সরাসরি Live দেখবেন যেভাবে
- dhaka division earthquake:‘এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা’