ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ব্রেকিং নিউজ: বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতের টি-২০ দলে যোগ দিচ্ছেন ধোনি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১৫ ১৮:২৩:৪৭
ব্রেকিং নিউজ: বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতের টি-২০ দলে যোগ দিচ্ছেন ধোনি

বিসিসিআইয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে দ্যা টেলিগ্রাফ। মূলত ভারতের টি-টোয়েন্টি দলের ডিরেক্টর হিসেবেই ধোনিকে চায় বিসিসিআই।

বিসিসিআইয়ের সেই কর্মকর্তা 'দ্যা টেলিগ্রাফ'কে বলেছে, 'বিসিসিআইতে একটা বিষয় নিয়ে আলোচনা চলছে। তা হচ্ছে টি-টোয়েন্টি দলে মহেন্দ্র সিং ধোনিকে অন্তর্ভুক্ত করা নিয়ে। দক্ষতা নিয়ে দলের ক্রিকেটাররা যেন আইসিসির ইভেন্টগুলোতে নির্ভীক ক্রিকেট খেলতে পারে এ কারণেই আলোচনা চলছে।'

২০০৭ সালে ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দিয়ে শিরোপা জেতান ধোনি। সেই বিশ্বকাপই টি-টোয়েন্টিতে ভারতের সর্বশেষ শিরোপা। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রতিটি আসরে সম্ভাবনা জাগানো পারফরম্যান্স করলেও ফাইনালও খেলতে পারেনি ভারত।

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) দারুণ সফল ধোনি। অসাধারণ নেতৃত্বে চেন্নাই সুপার কিংসকে চারবার শিরোপা জিতিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর ভারতীয় দলের সঙ্গে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে (২০২১) অবশ্য মেন্টর হিসেবে যোগ দিয়েছিলেন ধোনি। যদিও সেই বিশ্বকাপে সেমিফাইনালেও উঠতে পারেনি ভারত।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ