ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ব্যাট হাত দুর্দান্ত সময় পার করছেন সূর্য

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১৬ ১৬:৫১:৫৩
ব্যাট হাত দুর্দান্ত সময় পার করছেন সূর্য

স্বপ্নের মতো এক বিশ্বকাপে কাটিয়েছেন সূর্যকুমার। অস্ট্রেলিয়া বিশ্বকাপে ২৩৯ রান করেছেন তিনি। তবে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্রাইকরেটে বেশ এগিয়ে ছিলেন তিনি। আসরে তার ধারে-কাছেও ছিলো না আর কেউ। অস্ট্রেলিয়া বিশ্বকাপে তিনি ব্যাটিং করেছেন প্রায় ১৯০ স্ট্রাইকরেটে।

বিশ্বকাপে এমন পারফরম্যান্সের পর ক্যারিয়ারের সেরা রেটিং পয়েন্ট অর্জন করেছেন সূর্যকুমার। বর্তমানে ৮৬৯ রেটিং পয়েন্ট নিয়ে ব্যাটারদের তালিকায় এক নম্বর জায়গা দখল করে রেখেছেন তিনি। তবে সেমি-ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৪ রানে আউট হওয়ার পর তার রেটিং পয়নেট ৮৫৯ এ নেমেছিল।

এদিকে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন অ্যালেক্স হেলস। এই ইংলিশ ওপেনার সেমি-ফাইনালে ভারতের বিপক্ষে ৪৭ বলে ৮৬ রান করেছিলেন। সবমিলিয়ে প্রায় ৪২ গড়ে ২১২ রান করেছেন তিনি। এমন পারফরম্যান্সের পর ২২ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন তিনি।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে উন্নতি করেছেন বাবর আজম এবং রাইলি রুশো। বিশ্বকাপের ফাইনালে হাফ-সেঞ্চুরি করার ফলে ৭৭৮ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছেন বাবর। আর ৬৯৩ রেটিং পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছেন রুশো।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ