ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

দল পেলেন মুস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১৭ ০৯:৫৭:৫৫
দল পেলেন মুস্তাফিজ

বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের ৩ বারের শিরোপাজয়ী দল তারা। গত আসরেও দুর্দান্ত খেলে জিতেছিল ট্রফি। নতুন মৌসুমেও আটঘাট বেঁধে শিরোপা ধরে রাখার অভিযানে নামছে কুমিল্লা। এর আগে একগাদা বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে কুমিল্লা। পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি এবং ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে দলে নিয়েছে তারা। এবার দেশি তারকা মুস্তাফিজকেও নিয়েছে দলটি। পেস বোলিংয়ে শাহীনের সাথে মুস্তাফিজের জুটি কতটা দুর্দান্ত হয় তাই এখন দেখার বিষয়।

অন্যদিকে রংপুর রাইডার্সের হয়ে বিপিএলের আগামী মৌসুমে খেলবেন নুরুল হাসান সোহান। এছাড়াও বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে রংপুর। শোয়েব মালিক, মোহাম্মদ নাওয়াজ, হারিস রউফ, সিকান্দার রাজা এবং পাথুম নিসাঙ্কাকেও দেখা যাবে রংপুরের জার্সিতে।

টি-টোয়েন্টিতে জাতীয় দলের নিয়মিত মুখ সোহান। ব্যাটিং নিয়ে অনেক আলোচনা-সমালোচনা থাকলেও কিপিংয়ে বরাবরই দুর্দান্ত সোহান। আগামী মৌসুমের বিপিএলে রংপুরের হয়ে উইকেটের পেছনে দেখা যাবে সোহানকেই। এর আগে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, ফরচুন বরিশাল, মিনিস্টার রাজশাহীর হয়ে বিপিএলে খেলতে দেখা গেছে সোহানকে।

আগামী মৌসুমের বিপিএলের জন্য বেশ জোরেশোরেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। অনেকে তো ঠিক করে ফেলেছে কোচিং স্টাফও। সব দলেই একাধিক বিদেশি ক্রিকেটারের ছড়াছড়ি। এখন পর্যন্ত সবাই সরাসরি সাইনিংয়ে নাম লিখিয়েছেন দলগুলোতে। আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ারস ড্রাফট। সেখান থেকেও ক্রিকেটারদের দলে টানার সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের জানুয়ারি মাসে মাঠে গড়াবে বিপিএলের পরবর্তী আসর।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ