ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

'সেমিফাইনালে আর্জেন্টিনার বিদায়; ফাইনাল খেলবে ব্রাজিল ও ফ্রান্স'

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১৭ ১০:১৭:২৪
'সেমিফাইনালে আর্জেন্টিনার বিদায়; ফাইনাল খেলবে ব্রাজিল ও ফ্রান্স'

ফুটবল বিশেষজ্ঞদের চোখে ব্রাজিলের বিশ্বকাপ দলটি দুর্দান্ত এবং দুর্ধর্ষ। নি:সন্দেহে তারা এবারের আসরের অন্যতম ফেবারিট। তীব্র প্রতিদ্বন্দ্বী হিসেবে আছে আর্জেন্টিনা এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। কাফুর মতে, ব্রাজিল আর ফ্রান্স এবারের ফাইনালে মুখোমুখি হবে। তিনি বলেন, 'ব্রাজিল ও ফ্রান্স ফাইনাল হলে সেটি হবে দুর্দান্ত। ব্রাজিল ২০ বছর বিশ্বকাপ শিরোপা জেতেনি। এবার যদি ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে, সেটি হবে দুর্দান্ত। '

শুধু ফাইনাল নয়, কাতার বিশ্বকাপের সেমিফাইনাল নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন কাফু, 'ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড ও ফ্রান্সের মতো দলগুলো বিশ্বকাপ জেতার ব্যাপারে টপ ফেবারিট। জার্মানি, বেলজিয়াম ও পর্তুগালও দারুণ দল। এই দলগুলোর প্রত্যেকেরই বিশ্বকাপ ফাইনালে খেলার যোগ্যতা ও শক্তিমত্তা আছে। আর্জেন্টিনা ও ব্রাজিল সেমিফাইনাল ম্যাচ খুব সহজ কিছু নয়। দুটিই বিশ্ব ফুটবলের বড় শক্তি। ফ্রান্স ও পর্তুগাল খেলবে সেমিফাইনালে। আমি মনে করি ব্রাজিল ও ফ্রান্স ফাইনাল খেলবে। '

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ