ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২

ফুটবল বিশ্বকাপ: রেকর্ড বইয়ে যারা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১৭ ১৪:১৫:২৪
ফুটবল বিশ্বকাপ: রেকর্ড বইয়ে যারা

সবচেয়ে তরুণ ফুটবলার

কাতার বিশ্বকাপের সবচেয়ে তরুণ ফুটবলার জার্মানির ইউসুফা মৌকোকো। ২০০৪ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেছেন তিনি। সে হিসাবে মাত্র ১৭ বছর বয়সে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবেন মৌকোকো।

সবচেয়ে বেশি বয়স্ক ফুটবলার

মেক্সিকোর আলফ্রোডো তালাভেরার জন্ম ১৯৮২ সালের ১৮ সেপ্টেম্বর। সে হিসেবে এই মেক্সিকানের বয়স ৪০ বছর। তিনিই এবারের বিশ্বকাপের সবচেয়ে বেশি বয়স্ক ফুটবলার।

সবচেয়ে খাটো ফুটবলারমরক্কোর ইলিয়াস চেয়ারের দৈহিক উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি। দৈহিক উচ্চতার দিক থেকে কাতার বিশ্বকাপে তিনি সবচেয়ে খাটো ফুটবলার।

সবচেয়ে লম্বা ফুটবলার

নেদারল্যান্ডসের আন্দ্রিয়েস নোপ্পের্ত এবারের বিশ্বকাপের সবচেয়ে লম্বা ফুটবলার। তাঁর দেহের উচ্চতা ৬ ফুট ৬ ইঞ্চি।

সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার

এর আগে চারটি বিশ্বকাপ খেলেছেন লিওনেল মেসি। ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে মোট ১৯টি ম্যাচ খেলেছেন আর্জেন্টাইন সুপারস্টার। এবারের বিশ্বকাপ খেলতে নামা কোনো ফুটবলার এত ম্যাচ খেলেননি।

সবচেয়ে বেশি গোল

এবারের বিশ্বকাপে যেসব ফুটবলার খেলছেন, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি গোল করেছেন জার্মানির থমাস মুলার। বিশ্বকাপে এখন পর্যন্ত ১০টি গোল করেছেন তিনি।

সবচেয়ে বেশি অ্যাসিস্ট

সবচেয়ে বেশি অ্যাসিস্টের নজিরও মুলারের দখলে। জার্মানির এই ফুটবলার এখন পর্যন্ত বিশ্বকাপে ৬টি অ্যাসিস্ট করেছেন।

সবচেয়ে বেশি বিশ্বকাপ খেলা ফুটবলার

এর আগে চারটি করে বিশ্বকাপ খেলেছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মেক্সিকোর মেমো ওচোয়া। এর আগে তিনজনই ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০১৮ বিশ্বকাপে খেলেছেন। কাতার বিশ্বকাপ হবে তাদের পঞ্চম বিশ্বকাপ।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ