ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

প্রথমবার বিপিএল খেলতে মাঠে পা রাখছে ওয়েস্ট ইন্ডিজের ব্রেন্ডন কিং

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১৮ ১৯:৪০:১৪
প্রথমবার বিপিএল খেলতে মাঠে পা রাখছে ওয়েস্ট ইন্ডিজের ব্রেন্ডন কিং

বিপিএলের এবারের আসরে ড্রাফটের আগে একজন দেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করার নিয়ম থাকলেও বিদেশিদের ক্ষেত্রে সেটা নির্দিষ্ট নয়। নিজেদের ইচ্ছে মতো বিদেশি ক্রিকেটার নিতে পারবে দলগুলো। সেই সুযোগ লুফে নিয়ে ড্রাফটের আগেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিরা।

নিজেদের তৃতীয় বিদেশি ক্রিকেটার হিসেবে কিংয়ের নাম প্রকাশ করেছে কুমিল্লা। এর আগে পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি এবং উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানকে দলে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে চোটে পড়ায় খানিকটা শঙ্কা আছে শাহীন আফ্রিদিকে নিয়ে।

বরাবরই তারকাবহুল দল সাজায় কুমিল্লা। একই সময়ে তিনটি ফ্র্যাঞ্চাইজি লিগ মাঠে গড়ানোর কারণে বড় তারকা আনতে বেগ পেতে হচ্ছে দলগুলোকে। যদিও সময়ের অন্যতম সেরা পেসার শাহীন আফ্রিদি আর ধারাবাহিকভাবে রান করা রিজওয়ানকে দলে নিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে কুমিল্লা

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ