ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারাচ্ছেন রোহিত

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১৯ ১২:০৪:৪৬
টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারাচ্ছেন রোহিত

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছিলেন বিরাট কোহলি। সংযুক্ত আরব আমিরাত বিশ্বকাপ দিয়ে শেষ হয় কোহলির টি-টোয়েন্টি দলের নেতৃত্ব। এরপর দায়িত্ব তুলে দেয়া হয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ানসকে ৫বার চ্যাম্পিয়ন করা রোহিতকে।

স্থায়ী এবং অস্থায়ী হিসেবে ভারতকে ৫১ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন ডানহাতি এই ওপেনার। ভারতকে ৫০ টি-টোয়েন্টি নেতৃত্ব দিয়েছেন এমন অধিনায়কদের মাঝে সবচেয়ে বেশি জয়ের হার রোহিতের। তার অধীনে ৩৯ ম্যাচে জয় পেয়েছে ভারত।

দ্বিপাক্ষিক সিরিজে দারুণভাবে সাফল্য পেলেও এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে শিরোপা এনে দিতে ব্যর্থ হয়েছেন রোহিত। ব্যাট হাতেও সময়টা ভালো যাচ্ছে না তার। সবমিলিয়ে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে তাকে সরিয়ে দেয়ার কথা ভাবছে বিসিসিআই।

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, তিন ফরম্যাটে ভিন্ন অধিনায়কের পথে হাঁটতে নতুন নির্বাচক কমিটিকে নিয়োগ দিচ্ছে বিসিসিআই। টেস্ট দলের নেতৃত্বে রোহিতকে রাখতে সমস্যা নেই ভারতের। এদিকে আগামী বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ হওয়ায় ওয়ানডে দলের অধিনায়ক হিসেবও রাখা হচ্ছে রোহিতকে।

দুই ফরম্যাটে রোহিত থাকলেও টি-টোয়েন্টিতে দায়িত্ব পেতে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপকে মাথায় রেখে গুজরাট টাইটান্সকে চ্যাম্পিয়ন করা হার্দিকের কাঁধে দায়িত্ব তুলে দিতে যাচ্ছে ভারত। এদিকে সদ্য বিশ্বকাপে খেলা বেশিরভাগ সিনিয়রকে পরবর্তী আসরে দেখা যাবে না বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ