ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

কাতার বিশ্বকাপ: শেষ মুহূর্তে ভবিষ্যৎবাণী করলো সিংহ, জিতবে যে দল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১০ ১৫:০২:২৪
কাতার বিশ্বকাপ: শেষ মুহূর্তে ভবিষ্যৎবাণী করলো সিংহ, জিতবে যে দল

সব বিশ্বকাপেই ভবিষ্যদ্বাণীর জন্য কিছু প্রাণী শিরোনামে চলে আসে। এবার কাতার বিশ্বকাপে বাজপাখি নোয়ারের ভবিষ্যদ্বাণী মিলেছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচেই। কাতার বনাম ইকুয়েডরের মধ্যে সে বেছেছিল ইকুয়েডরকে। আয়োজক কাতারকে প্রথম ম্যাচেই হারিয়েছিল ইকুয়েডর। এবার দেখার অপেক্ষায় সিংহের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, সেমিফাইনালে যাবে থ্রি লায়ন্স নাকি ফ্রান্স।

ফুটবল ম্যাচের বিজয়ী বাছাই করার ক্ষেত্রে থাইল্যান্ডের খোন খায়েনের চিড়িয়াখানার এই সিংহের ভবিষ্যদ্বাণী একাধিকবার মিলেছে। সেই সিংহই ফ্রান্সের বিপক্ষে ইংল্যান্ডের লড়াইয়ে কে জিতবে তা জানিয়েছে।

চিড়িয়াখানার মধ্যে একটি দড়ি দিয়ে ফ্রান্স ও ইংল্যান্ডের পতাকা দুটি টাঙিয়ে দেয়া হয়েছিল। তার সঙ্গে দেয়া ছিল দুটি চিকেন ড্রামস্টিক। ধীরে ধীরে চোয়াও বয় নামে ওই সিংহটি পতাকা দুটির সামনে গিয়ে দাঁড়ায়। এরপর সে ফ্রান্সের পতাকাটির দিকে লাফ দেয়। যার ফলে সবাই ধরে নিয়েছে, এ ম্যাচে জিতবে ফ্রান্স।

ওই চিড়িয়াখানার দেখভালের দায়িত্বে থাকা কর্মীদের দাবি, এই সিংহের করা ভবিষ্যদ্বাণী মিলেছে প্রায় ৯০ শতাংশ। ওই চিড়িয়াখানার দায়িত্বে থাকা প্রধান কর্মকর্তা নরংউইত চোদচয় জানান, এই সিংহের চ্যাম্পিয়ন বাছাইয়ের ক্ষেত্রে সাফল্যের হার অসাধারণ।

শুধু তাই নয়, তার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, পর্তুগালকে নাকি টুর্নামেন্ট থেকে বিদায় করবে মরক্কো।

বি:দ্র:ভবিষ্যদ্বাণী বিশ্বাস করা শিরক

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ