ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

সেমিফাইনালের আগে ক্রোয়েশিয়াকে নিয়ে যা বললেন মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১০ ১৮:২৪:২৯
সেমিফাইনালের আগে ক্রোয়েশিয়াকে নিয়ে যা বললেন মেসি

ক্রোয়েশিয়াকে নিয়ে আগাম সতর্ক আর্জেন্টিনা শিবির। বিশেষ করে অধিনায়ক লিওনেল মেসি। গত বিশ্বকাপের রানার্সআপদের নিয়ে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘ম্যাচ অনেক কঠিন হবে। ক্রোয়েশিয়া দেখিয়েছে, তারা দারুণ একটি দল। আজ (গতকাল) তারা ব্রাজিলের সঙ্গে সমানে-সমান খেলেছে। দলটিতে খুব ভালো খেলোয়াড় আছে যারা বল খুব ভালোভাবে খেলে, বিশেষ করে মিডফিল্ডে।’

২০১৭ সাল থেকে ক্রোয়েশিয়ার কোচের দায়িত্বে আছেন জ্লাতকো দালিচ। তার অধীনেই গত বিশ্বকাপের ফাইনাল খেলে ক্রোয়েশিয়া। এবারও তারা ফাইনালের অন্যতম দাবিদার। এদের টপকে ফাইনালে যাওয়া তাই সহজ হবে না বলেই মানছেন মেসি।

তিনি বলেন, ‘ক্রোয়েশিয়া এমন একটি দল, যারা গত বিশ্বকাপের আগে থেকেই একই কোচের (জ্লাতকো দালিচ) সঙ্গে কাজ করে আসছে। তারা একে অপরকে খুব ভালো করে চেনে, তারা একটি লক্ষ্যে এগোচ্ছে। এটি একটি সেমিফাইনাল এবং এটি খুব কঠিন হতে যাচ্ছে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ