ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আইসিসির নভেম্বরের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হলেন যে ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১২ ১৫:২৩:৩৬
আইসিসির নভেম্বরের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ হলেন যে ক্রিকেটার

সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দলকে শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছিলেন উইকেটরক্ষক ব্যাটার জস বাটলার। নভেম্বরে চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে দুটিতে অর্ধশতক হাঁকিয়েছেন ইংলিশ অধিনায়ক।

সেমিফাইনালে ভারতের বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন তিনি। ম্যাচে ভারতকে ১০ উইকেটে পরাজিত করেছিল ইংল্যান্ড। ফাইনালেও সেই ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলেন বাটলার। পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচে তিনি খেলেছিলেন ৪৯ বলে ৮০ রানের ইনিংস। সেদিন বাটলারের ব্যাট থেকে এসেছিল ৯টি চার ও ৩টি ছক্কা।

এদিকে, নারী ক্রিকেটে নভেম্বর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সিদরা আমিন। আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে তিনি করেন ২৭৭ রান। ১৫১ বলে ১৭৬ রানের এক বিধ্বংসী ইনিংসও খেলেন সিদরা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ