ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

পিএসএল ড্রাফটে ইমরুলসহ ৭ বাংলাদেশি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১৩ ১০:৩৫:০৮
পিএসএল ড্রাফটে ইমরুলসহ ৭ বাংলাদেশি

'গোল্ড' ক্যাটাগরিতে আছেন ৭ জন বাংলাদেশি। তারা হলেন- লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, মুনিম শাহরিয়ার, এবাদত হোসেন চৌধুরী, ইমরুল কায়েস, জিয়াউর রহমান ও খালেদ আহমেদ। এই ক্যাটাগরিতে বিদেশি ক্রিকেটারদের মধ্যে আরও আছেন মাথিশা পাথিরানা, ম্যাথু পার্কিনসন, মোহাম্মদ শেহজাদ, নূর আহমেদ, রমেশ মেন্ডিস, শন উইলিয়ামস, শ্যানন গ্যাব্রিয়েল, উপুল থারাঙ্গা, কেনার লুইস, জ্যাক বল, ইবরাহিম জাদরান, ধনঞ্জয়া ডি সিলভা, ব্র্যাড ইভান্সের মতো ক্রিকেটাররা।

এছাড়া 'সিলভার' ক্যাটাগরিতে আছেন ১৪ জন বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন- এনামুল হক বিজয়, আল-আমিন হোসেন, নাসুম আহমেদ, নাদিফ চৌধুরী, মনির হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, জুনায়েদ সিদ্দিকী, জুবায়ের হোসেন লিখন, সৌম্য সরকার, শফিউল ইসলাম, সাব্বির রহমান ও রুয়েল মিয়া।

পাকিস্তানের জিও নিউজ জানিয়েছে, ড্রাফটে নাম লেখানো বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি ১৩৮ জনই ইংল্যান্ডের। এছাড়া আফগানিস্তানের ৪৬ জন, অস্ট্রেলিয়ার ১৬ জন, বাংলাদেশের ৩০ জন, নিউজিল্যান্ডের ৬ জন, দক্ষিণ আফ্রিকার ২৬ জন, শ্রীলঙ্কার ৬২ জন, জিম্বাবুয়ের ১১ জন এবং ওয়েস্ট ইন্ডিজের প্রায় ৪০ জনের মতো ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন প্লেয়ার্স ড্রাফটে।

গণমাধ্যমটি জানিয়েছে, বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান ছাড়াও অ্যারন ফিঞ্চ, ম্যাথু ওয়েড, অ্যালেক্স হেলস, ডেভিড উইলি, ডেভিড মালান, মঈন আলী, জিমি নিশাম, ডেভিড মিলার, আদিল রশিদ, ভানুকা রাজাপক্ষে, মুজিব উর রহমান, লুঙ্গি এনগিডির মতো ক্রিকেটাররা আছেন প্লাটিনাম ক্যাটাগরিতে, যা সবচেয়ে বেশি মূল্যের ক্রিকেটারদের জন্য নির্ধারিত।

এছাড়া ডায়মন্ড ক্যাটাগরিতে আছে ইমরান তাহির, সাকিব মেহমুদ, জেমস ভিন্স, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, হজরতউল্লাহ জাজাই, উইল জ্যাকস, শাই হোপ, সিকান্দার রাজা আর কার্লোস ব্রাথওয়েটের মতো তারকারা।

পিএসএলের ৮ম আসরের প্লেয়ার্স ড্রাফট আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এবারের আসর শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষ হওয়ার পরপরই।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ