ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচে যারা পাল্টে দিতে পারেন ম্যাচের দৃশ্যপট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১৩ ১৭:৩০:৪৮
আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচে যারা পাল্টে দিতে পারেন ম্যাচের দৃশ্যপট

আজ আরেকবার মুখোমুখি হবে দুই দল। দুই দলের খেলোয়াড়ই চাইবেন নিজেকে উজাড় করে দিতে। তবে ম্যাচে সবার চোখ থাকছে কিছু খেলোয়াড়ের দিকে, যারা ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। এমন কয়েকজন খেলোয়াড়ের দিকেই চোখ রাখবো আমরা।

জোসকো গ্যাভারদিল

ক্রোয়েশিয়ার ২০ বছর বয়সী এই ডিফেন্ডার প্রতিপক্ষের জন্য হুমকিস্বরূপ। ক্রোয়েশিয়ার রক্ষণভাগের মূল খেলোয়াড় গ্যাভারদিল। চলতি আসরে ক্রোয়েশিয়া মাত্র তিনটি গোল হজম করেছে। আর এই কাজে মূল ভূমিকা পালন করেছেন গ্যাভারদিল। আসরে ক্রোয়েশিয়া তাদের রক্ষণ ভাগের জন্যেই ৭০ শতাংশ ম্যাচ জিতেছে। আর্জেন্টিনার বিপক্ষেও এই খেলোয়াড় হয়ে উঠতে পারেন দলের ভরসা।

অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যাক অ্যালিস্টার বেশ পরিচিত নাম। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার হয়ে একটি গোল করেছিলেন ম্যাক অ্যালিস্টার। দলের মাঝমাঠের অন্যতম ভরসা অ্যালিস্টার। প্লেমেকার হিসাবে বিশ্বকাপে নিজের সর্বোচ্চটা দেখাচ্ছেন তিনি।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে মাঝমাঠে আধিপত্য বিস্তার করতে এনজো ফার্নান্দেস এবং ডি পলকে সাহায্য করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করবেন ম্যাক অ্যালিস্টার।

লিওনেল মেসি

কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের স্বপ্নের পেছনে বড় নায়ক লিওনেল মেসি। ইতিমধ্যেই কাতার বিশ্বকাপে ৫ ম্যাচে ৪টি গোল করে ফেলেছেন এই তারকা৷সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন আরো দুটি। আজ আরেকবার মেসিই হয়ে উঠতে পারেন ম্যাচের নায়ক।

এমিলিয়ানো মার্টিনেজ

কোপা আমেরিকার সেমিফাইনাল এবং ফাইনালের সেই পারফরম্যান্সের পর এমিলিয়ানো মার্টিনেজকে না চিনে এমন ফুটবলপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। কাতারেও কোয়ার্টার ফাইনালের খেলায় নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি শুটআউটে দেখালেন জাদুকরী ঝলক।

প্রথম দুটি পেনাল্টি বাঁচিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে জয় এনে দেন মার্টিনেজ। লিভাকোভিচের মতো এমিলিয়ানো মার্টিনেজও একজন দুর্দান্ত গোলকিপার। আজ মার্টিনেজের সামনে আরেকবার আলোর সবটুকু নিজের দিকে টেনে নেওয়ার সুযোগ।

ডমিনিক লিভাকোভিচ

বিশ্বকাপের শুরুতে লিভাকোভিচকে কয়জন চিনতো, তা নিয়ে সংশয় থাকতে পারে। সব সংশয় কাতারেই উড়িয়ে দিলেন এই গোলকিপার। ব্রাজিলের বিপক্ষে লিভাকোভিচ পেনাল্টি শুটআউটে তার দক্ষতা দেখিয়ে দিয়েছেন। শেষ ষোলোতেও জাপানের বিপক্ষে একই রূপে দেখা গিয়েছিল তাকে।

জাপানের পাঁচটি পেনাল্টির তিনটিই আটকে দেন ডমিনিক। লিভাকোভিচ ব্রাজিলের বিপক্ষে মোট ১১টি সেভ করেছিলেন। বিশ্বকাপে হ্যারাল্ড শুমাখার এবং ড্যানিজেল সুবাসিকের পর চারটি পেনাল্টি সেভ করার একমাত্র কিপার লিভাকোভিচ। আজও আর্জেন্টিনাকে রুখে দিতে তার দিকেই চেয়ে থাকবে ক্রোয়েশিয়া।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ