অবিশ্বাস্য ঘটনা: উইকেটে হিট তারপরও আউট হলো না স্রেয়াশ

এবাদত প্রথমে উইকেট পাওয়ার আনন্দে উল্লাস করে উঠেছিলেন। কিন্তু বেল না পড়ায় দুই প্রান্তের দুই ব্যাটার স্রেয়াশ আয়ার মুচকি হাসছিলেন। গ্যালারিতে যে ক’জন দর্শক ছিলেন তারাও উল্লাস করতে গিয়ে থেমে গেলেন। সবাই অবাক হয়ে গেলেন, একজন পেসারের বল অফ স্ট্যাম্প আঘাত করার পর লাইট জ্বলে ওঠার পরও বেল পড়লো না। আউট হলো না- এটা তো বিস্ময়কর।
তবে, বেল না পড়লেও যখন লাইট জ্বলে উঠেছে, তখন স্রেয়াশ আয়ারকে আউট না দেয়া নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার টেস্টে জিং বেল তথা আলো জ্বলা বেল ব্যবহার হচ্ছে। এর মধ্যে একটি বেল ভেঙে যায়। ৮৪তম ওভারেই সেটি পাল্টানো হয়েছিল।
ওই ওভারেই ইবাদতের বল এসে লাগে উইকেটে। ব্যাট করছিলেন স্রেয়াশ। বল উইকেটে লেগে আলো জ্বলায় ইবাদতের মুখে ছিল চওড়া হাসি। কিন্তু তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কারণ বেলের আলো জ্বললেও তা মাটিতে পড়েনি। তাই আউট দেননি আম্পায়ারও। এবার হাসি দেখা যায় স্রেয়াশের মুখে। তার সঙ্গী হন চেতেশ্বর পুজারা। ১৪৯ রানের জুটি গড়ে তারাই ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন।
আইসিসি’র নিয়ম অনুযায়ী বেল সম্পূর্ণভাবে উইকেটের উপর থেকে উঠলে তবেই আউট দেওয়া হবে। কোনও ব্যাটার তখনই বোল্ড হবেন, যখন অন্তত একটি বেল উইকেট থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন বা যে কোনও একটি উইকেট মাটি থেকে উঠে যাবে। এক্ষেত্রে কোনওটাই না হওয়ায় আউট হননি স্রেয়াশ।
কিন্তু প্রশ্ন উঠছে বেলের আলো জ্বলায়। ক্রিকেটে যে বেল ব্যবহার করা হয় সেগুলিতে তখনই আলো জ্বলে, যখন সেটি উইকেট থেকে সম্পূর্ণ ভাবে বিচ্ছিন্ন হয়। চট্টগ্রাম টেস্টে ওই ঘটনায় বেলের আলো জ্বলেছিল।
ভারতীয় এক আম্পায়ার আম্পায়ার প্রেমদীপ চট্টোপাধ্যায় কলকাতার আনন্দবাজার পত্রিকাকে বলেন, ‘আইসিসির নিয়ম অনুযায়ী বেল সম্পূর্ণভাবে উইকেট থেকে সরে না গেলে আউট নয়। এ ক্ষেত্রে বেলের আলো জ্বলেছে; কিন্তু বেল উইকেট থেকে কখনওই সম্পূর্ণভাবে সরেনি তাই স্রেয়াশ আউট নন। রান আউটের ক্ষেত্রে বেশির ভাগ ক্ষেত্রেই বেল মাটিতে পড়ে যায় তাই তৃতীয় আম্পায়ারকে এটা নিয়ে ভাবতে হয় না যে বেল পড়ল কি না। বোল্ডের ক্ষেত্রে সেটা হয় না অনেক সময়। সে কারণেই স্রেয়াশের এই ঘটনা নিয়ে আলোচনা হচ্ছে।’
এ প্রসঙ্গে সাবেক ভারতীয় ক্রিকেটার অরুণ লাল বলেন, ‘বেল যদি স্টাম্পের উপর ফিরে আসে তা হলে কখনই আউট নয়। স্লিপে দাঁড়িয়ে ফিল্ডিং করার সময় দেখেছি বল স্ট্যাম্পে লেগে বেল উঠে আবার জায়গায় বসে পড়ল। সে ক্ষেত্রে কখনওই আউট হয় না। আলো জ্বললেও বেল জায়গায় ফিরে আসায় স্রেয়াশ আউট নন।’
তবে সাবেক ভারতীয় ক্রিকেটার, ধারাভাষ্যকার এবং বিশ্লেষক আকাশ চোপড়া দিচ্ছেন ভিন্ন মতামত। তার মতে, ওটাতে স্রেয়াশ আউট ছিলেন। টুইটারে তিনি লিখেন, ‘জিং বেলস হচ্ছে মনে হয় যেন একটি রসিকতা। সত্যি বলতে, যদি বেলসের লাইট জ্বলে ওঠে, ওটাতে অবশ্যই আউট দেয়া উচিৎ।’
উইজডেন ইন্ডিয়া তাদের টুইটার পেজে আকাশ চোপরার সেই টুইটের স্ক্রিনশট পোস্ট করে লিখেছে, আপনারাও কী আকাশ চোপড়ার সঙ্গে একমত?
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- শেষ হলো মেলবোর্ন স্টার্স বনাম বাংলাদেশের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচ
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড জায়গা পেলেন যারা
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ ২০২৫: বড় চমক, বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস
- মালয়েশিয়া প্রবাস: যেভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিনা খরচে
- ভারত বনাম বাংলাদেশ: প্রথমার্ধের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি