ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১৫ ১৪:১৩:৪১
ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন সর্বশেষ স্কোর

ভারতকে জবাব দিতে নেমে প্রথম বলেই ফিরে যান নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ সিরাজের দারুণ একটি বল শান্তর ব্যাটের কানায় লেগে ঋষভ পান্তের হাতে ক্যাচ চলে যায়। পান্ত তা লুফে নিলে প্যাভিলিয়নে ফেরেন শান্ত।

তিনে নেমে ইনিংস রাঙাতে পারেননি ইয়াসির আলী রাব্বিও। ১৭ বল খেলা এই ব্যাটারকে ইনসাইড এজে বোল্ড করেন উমেশ যাদব। শুন্য রানে প্রথম উইকেট হারানোর পর ৫ রানে দ্বিতীয় উইকেট হারালো বাংলাদেশ।

ভারতের ইনিংস বিবরণ-

আগের দিনের মতো এ দিনের শুরুতেও দেখেশুনে খেলতে শুরু করেন শ্রেয়াস আইয়ার। যদিও দুর্ভাগ্য তার! সেঞ্চুরির আগেই তাকে ফিরিয়েছেন এবাদত হোসেন। আগের দিন শ্রেয়াসের ক্যাচ মিস করা এবাদত এ দিন সরাসরি বোল্ড করেছেন তাকে।

দলে ১৯২ বলে দশটি চারে ৮৬ রান করেই থামতে হয়েছে ভারতের এই ব্যাটারকে। শ্রেয়াস ফেরার পর কুলদিপ যাদবকে নিয়ে ভারতের রান বাড়িয়েছেন অশ্বিন। দেখেশুনে খেলে নিজের হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। টেস্ট ক্রিকেটে যা তার ১৩তম হাফ সেঞ্চুরি।

কুলদিপ যাদবের সঙ্গে তার জুটি পঞ্চাশ পেরিয়ে যায় তখনই। কুলদিপও হাত খুলেই খেলতে থাকেন। দুজনে মিলে গড়েন ৯২ রানের জুটি। এই জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। দারুণ এক ডেলিভারিতে অশ্বিনকে ফেরান মিরাজ।

১১৩ বলে দুটি চার ও দুটি ছক্কায় ৫৮ রান করা এই ব্যাটারকে স্টাম্পিং করেন নুরুল হাসান সোহান। অশ্বিন ফেরার পরের ওভারেই কুলদিপকে ফেরান তাইজুল ইসলাম। ১১৪ বলে ৪০ রান করা এই স্পিনারকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তাইজুল।

শেষদিকে ১০ বলে দুই ছক্কায় অপরাজিত ১৫ রান করে ভারতের রান চারশ পার করেন উমেশ যাদব। বাংলাদেশের বোলারদের মধ্যে চারটি করে উইকেট নিয়েছেন মিরাজ ও তাইজুল।

সংক্ষিপ্ত স্কোর-

ভারত (প্রথম ইনিংস)- ৪০৪/১০ (১৩৩.৫ ওভার) (পূজারা ৯০, শ্রেয়াস ৮৬, অশ্বিন ৫৮, পান্ত ৪৬, কুলদিপ ৪০; মিরাজ ৪/১১২, তাইজুল ৪/১৩৩)।

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ৮/২ (৫.৫ ওভার)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ