ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ইয়াসিরকে তিনে খেলানোর আসল কারণ ফাঁস করলেন হেড কোচ ডমিঙ্গো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১৮ ১৪:১৫:৫৮
ইয়াসিরকে তিনে খেলানোর আসল কারণ ফাঁস করলেন হেড কোচ ডমিঙ্গো

ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ৩ নম্বরের মতো গুরুত্বপূর্ণ পজিশনে ব্যাট করেছেন ইয়াসির আলী চৌধুরী। তবে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি তিনি। ইয়াসিরকে তিনে খেলানোর পেছনে কী যুক্তি রয়েছে তা জানিয়েছেন বাংলাদেশ দলের হেড কোচ।

প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়েছিলেন তামিম ইকবাল। যে কারণে চট্টগ্রাম টেস্ট থেকে ছিটকে গেছেন। তামিম না থাকায় ওপেনিং কে করবে তা নিয়ে একটু দুশ্চিন্তা ছিল। কেনোনা তামিম থাকাকালীন তিনে নাজমুল হোসেন শান্তই ব্যাট করেছেন।

তবে তামিমের অনুপস্থিতিতে শান্তকে ওপরে উঠিয়ে ওপেনিং করানো হয়। তিনে ব্যাট করার জন্য একাদশে নেওয়া ইয়াসিরকে। তবে টেস্টে এতো গুরুত্বপূর্ণ একটা পজিশনে সুযোগ পেয়েও যে কাজে লাগাতে পারেননি তিনি।

ভারতের বিপক্ষে ব্যর্থ হওয়ায় একাদশে তাঁর থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। আর সেই প্রশ্নের সম্মুখীন হয়েছেন টাইগারদের হেড কোচ রাসেল ডমিঙ্গো। তিনি জানালেন ‘তিনে’ ব্যাট করার মতো অন্য কোন ব্যাটার না থাকায় ইয়াসিরকে বেছে নিয়েছিলেন।

“আপনাকে ব্যাটিং অর্ডার মিক্স-আপ করে সাজাতে হবে কারণ টপ অর্ডারে তিনে ব্যাট করার মতো ডানহাতি ব্যাটার কেউ ছিল না। সে এমন একজন ক্রিকেটার যে কিনা তাঁর আগের টেস্ট গুলোতে ভালো করেছে। আমরা এমন একজন ক্রিকেটার খুঁজছিলাম যে কি না ইতিবাচক ক্রিকেট খেলবে।”

ডমিঙ্গো আরও যোগ করেন, “আমরা সাকিব, মুশফিক, লিটন কিংবা সোহানকে তিনে খেলাতে পারব না। আমরা নতুন কাউকে সুযোগ দিতে চেয়েছিলাম। কারণ চট্টগ্রামের উইকেট নতুন বলে ব্যাটিং করার জন্য দারুণ। বেশ ভালো উইকেট এটি। এই কারণেই আমরা ইয়াসিরকে তিনে খেলানোর সিদ্ধান্ত নিই।”

তামিম না থাকায় ওপেনিংয়ে সুযোগের অপেক্ষায় ছিলেন মাহমুদুল হাসান জয়। কেনোনা বিগত কয়েকটি সিরিজে ওপেনিংয়ে জায়গা করে নিয়েছিলেন। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় তাঁকে চট্টগ্রাম টেস্টে নেওয়া হয়নি বলে জানিয়েছেন ডমিঙ্গো।

“ঘরোয়া ক্রিকেট ও ‘এ’ দলের হয়ে সে তেমন রান পায়নি এবং গত পাঁচ-ছয় মাসেও কোন আন্তর্জাতিক ম্যাচ খেলেনি। ওর থেকে যেরকম পারফরম্যান্স আশা করেছিলাম তেমনটা পাইনি। জাকির রানে ছিল, আত্মবিশ্বাসী ছিল। এই কারণেই জয়কে একাদশে রাখা হয়নি।”

অভিষেক ম্যাচে সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন জাকির হাসান। মূলত এ দলের পারফরম্যান্সই তাঁকে জাতীয় দলে জায়গা করে দিয়েছে। নিজের অভিষেক টেস্টের দ্বিতীয় ইনিংসেই পেয়েছেন সেঞ্চুরি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ