ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

পাকিস্তানের তারকা লেগস্পিনারকে দলে নিতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২০ ১২:৪৮:৪২
পাকিস্তানের তারকা লেগস্পিনারকে দলে নিতে যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স

টুর্নামেন্ট শুরু হতে আর বেশি দিন দেরি নেই। ইতিমধ্যেই নিজেদের দল চূড়ান্ত করেছে প্রতিটি ফ্রাঞ্চাইজি। যতদুর জানা গেছে, ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারির মধ্যে শুরু হবে দলগুলোর প্রস্তুতি। তবে শেষ মুহূর্তেও নিজেদের দল আরো পাকাপোক্ত করছে অনেক ফ্রাঞ্চাইজি।

পাকিস্তানি নামি তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলবেন। দলটির উচ্চ পর্যায়ের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, তাদের তিন পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, খুশদিল শাহ ৩ জানুয়ারি ঢাকা আসবেন।

এছাড়াও জানা গেছে কুমিল্লায় আরও এক পাকিস্তানির অন্তর্ভূক্তি ঘটতে যাচ্ছে। তিনি অলারউন্ডার শাদাব খান। এই মিডল অর্ডার কাম লেগস্পিনার বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ছিলেন না। তার সাথে পরে কথাবার্তা হয়েছে। কুমিল্লা ম্যানেজমেন্ট সূত্র জানিয়েছে, ‘শাদাব খানের সাথে কথাবার্তা মোটামুটি চূড়ান্ত। তাকেও কুমিল্লার হয়ে খেলতে দেখা যাবে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ