ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মেসিকে পাশে রেখেই এমবাপ্পেকে চরম অপমান করলো মার্টিনেজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২১ ১৮:৩৯:১০
মেসিকে পাশে রেখেই এমবাপ্পেকে চরম অপমান করলো মার্টিনেজ

টাইব্রেকারে পেনাল্টি রুখে ফ্রান্সকে আটকে দেওয়া আর্জেন্টাইন এই গোলরক্ষক গোল্ডেন গ্লাভস পাওয়ার পর তা গোপানাঙ্গে ঠেকিয়া অশ্লীল অঙ্গভঙ্গি করেন। তার এমন আচরণে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনা শুরু হয়। পরে এই নিয়ে মুখ খুলে তার অবস্থান পরিষ্কার করেন।

ফ্রান্সের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপের সঙ্গে বরাবরই দ্বন্দ্বে জড়াচ্ছেন এই গোলরক্ষক। বিশ্বকাপের ফাইনালের আগে মার্টিনেজ মন্তব্য করেছিলেন ‘এমবাপ্পে ফুটবল বোঝেন না।’ এরপর ‘গোল্ডেন গ্লাভস’ হাতে নিয়ে করেন ‘অশ্লীল অঙ্গভঙ্গি’, এতে কুড়ান সমালোচনা এই গোলকিপার।

এখানেই শেষ নয়, বিশ্বকাপের ট্রফি নিয়ে ড্রেসিংরুমেও এমবাপ্পেকে আক্রমণ করেন। সেখানে তিনি বলেন, ‘সবাই এমবাপ্পের জন্য এক মিনিট নীরবতা পালন করো।’

এবার দেশে ফেরার পথে বুয়েন্স আয়ার্সে ছাদখোলা বাসে আবারও এমবাপ্পেকে নিয়ে রসিকতা করলেন এমিলিয়ানো মার্টিনেজ। ওই প্যারেডে তার হাতে একটি শিশুর পুতুল দেখা যায়, পুতুলটির মাথায় এমবাপ্পের মুখচ্ছবি লাগানো ছিল।

এ সময় এমিলিয়ানো মার্টিনেজের পাশেই দাঁড়ানো ছিলেন ছিলেন লিওনেল মেসি। লিওনেল মেসি এমবাপ্পেরই ক্লাব পিএসজির সতীর্থ। আর এ নিয়ে মেসির সঙ্গে এমবাপ্পের সম্পর্কের অবনতি হয় কিনা, এ নিয়েই শঙ্কা দেখা দিয়েছে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ