ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

শেষ হলো ভারত বনাম বাংলাদেশের মধ্যকার ২য় টেস্টের ২য় দিনের খেলা, দেখেনিন স্কোরকার্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২৩ ১৭:১১:২৪
শেষ হলো ভারত বনাম বাংলাদেশের মধ্যকার ২য় টেস্টের ২য় দিনের খেলা, দেখেনিন স্কোরকার্ড

লিড নিয়ে ফেলেছিল ৩২ রানের। হাতে ছিল আরও ৫ উইকেট। সাকিব এরপর থেকে বল হাতে টানা উইকেট নিতে লাগলেন। এক স্পেলে তুলে নিলেন ৪টি উইকেট। আর তাতে ভারতও নিজেদের শেষ ৫ উইকেট হারিয়ে ফেললো দ্রুত। ফলে ৫ উইকেট হাতে রেখে ৩২ রানের লিড বাড়াতে পারলো কেবল ৮৭ রান পর্যন্ত।

সাকিবও প্রথমদিকে উইকেট না পাওয়ার আক্ষেপ মেটালেন এক স্পেলেই ৪ উইকেট তুলে নিয়ে। সাকিবের সেই ৪ এবং তাইজুল ইসলামের ৪ উইকেটের বদৌলতে ভারতকেও থামতে হয়েছে ৩১৪ রান করে।

ভারতের পক্ষে সর্বোচ্চ ৯৩ রান করেছেন ঋষভ পান্ত। এছাড়াও ৮৭ রান এসেছে শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে। এই দুইজন পঞ্চম উইকেটে গড়েছেন ১৫৯ রানের বিশাল জুটি। যে জুটি দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে।

এই জুটির কল্যাণে ভারত ৮৭ রানে এগিয়ে থেকে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে পাঠিয়েছে। যেখানে দিনের বাকি ৬ ওভারের খেলা থেকে মাত্র ৭ রান তুলেছে বাংলাদেশ। আশার বিষয় হচ্ছে, কোনো উইকেটই হারায়নি টাইগার।

ঢাকা টেস্টের তৃতীয় দিনের শুরুতে বাংলাদেশের দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত এবং জাকির হাসান ৮০ রানে পিছিয়ে থেকে শুরু করবেন। বাংলাদেশ এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২২৭ রান করেছিল।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ (প্রথম ইনিংস)- ২২৭/১০ (৭৩.৫ ওভার) (শান্ত ২৪, জাকির ১৫, মুমিনুল ৮৪, সাকিব ১৬, মুশফিক ২৬, লিটন ২৫, মিরাজ ১৫) ভারত (প্রথম ইনিংস)- ৩১৪/১০ (৮৬.৩ ওভার) (পান্ট ৯৩, আয়ার ৮৭, )

বাংলাদেশ ( দ্বিতীয় ইনিংস)- ৭/০ শান্ত ৬*, জাকির ১*।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ