ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ভারতকে হারাতে এই টার্গেটই যথেষ্ট : লিটন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২৪ ২১:২৫:২৬
ভারতকে হারাতে এই টার্গেটই যথেষ্ট : লিটন

বাংলাদেশি স্পিনাররা ভয়ংকর হয়ে উঠেছেন। তাই ঐতিহাসিক জয়ের জন্য ১৪৫ রানের টার্গেটকেই যথেষ্ট বলে মনে করছেন লিটন কুমার দাস।

প্রতিপক্ষ যখন ভারত, তখন এই পুঁজি নিয়ে জয়ের আশা করা কঠিন। কিন্তু দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসে লিটন বলেন, 'আপনার হাতে যতই ভালো ক্রিকেটার থাকুক, বড় বড় ব্যাটসম্যান থাক, তার পর যখন আর কোনো উইকেট থাকবে না, তখন সে চাইলেও অনেক কিছু করতে পারবে না। আমরা যদি আগামীকাল সকালে দুটি উইকেট নিয়ে নিতে পারি... এরপর ঋষভ আছে, আইয়ার আছে, তারা অবশ্যই ভালো খেলোয়াড়। তবে তারা অবশ্যই চাপে থাকবে। '

মিরপুরে চতুর্থ উইকেটে খেলা কতটা কঠিন তা মনে করিয়ে দিয়ে লিটন আরও বলেন, 'দেখুন, আমরা সবাই জানি যে মিরপুরের উইকেট চতুর্থ ইনিংস খুব কঠিন। আমাদের মাথায় সেটা ছিল যে টার্গেটটা ২০০-২২০ রানের দিতে হবে। কিন্তু যখন হয়নি... এখন যে স্কোরটা আমরা দাঁড় করিয়েছি, দিনশেষে দেখবেন যে এখনও ১০০ রান প্রয়োজন। এটা কিন্তু কঠিন। কাল সকালে যদি দুই-একটা উইকেট নিয়ে নিতে পারি, তাহলে ওরা চাপে পড়ে যাবে। জয়ের জন্য এই টার্গেটটা যথেষ্ট বলে আমি মনে করি। '

ম্যাচের তৃতীয় দিন শেষে নিজেদেরকেই এগিয়ে রাখছেন লিটন দাস। সংবাদ সম্মেলনে তিনি অকপটে বলেন, 'অবশ্যই, এ মুহূর্তে আমরাই এগিয়ে। তারা চাপে আছে। আমরা ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামলে তারা ভেঙে পড়বে। এটাই আমাদের লক্ষ্য। আমাদের জিততে হবে। পরিকল্পনা এটুকুই। তাদের বরং ভালো পরিকল্পনা থাকতে পারে। '

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ