ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বাবরের জোড়া রেকর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২৬ ২২:০১:৩০
বাবরের জোড়া রেকর্ড

প্রথম দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ৫ উইকেটে ৩১৭ রান। বাবর আজম পেয়েছেন টেস্টে নবম শতকের দেখা। দিন শেষে অপরাজিত ১৬১ রানে। দারুণ এই ইনিংসে দুটি রেকর্ডও হয়েছে তার।

পাকিস্তানের হয়ে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রান করার কীর্তি এখন বাবর আজমের। আর সব দল মিলিয়ে এক বছরে সবচেয়ে বেশি ফিফটি করার ব্যাটারও এখন তিনিই।

পাকিস্তানের হয়ে এতদিন এক বছরে সবচেয়ে বেশি রান ছিল মোহাম্মদ ইউসুফের। ২০০৬ সালে ৩৯ ইনিংসে ২ হাজার ৪৩৫ রান করেছিলেন তিনি। ইউসুফকে টপকাতে স্রেফ ১৩ রান প্রয়োজন ছিল বাবরের। সেঞ্চুরি করে সে লক্ষ্য ভালোমতো রাঙান বাবর।

১৬১ রানের ইনিংস খেলতে বাবর খরচ করেছেন ২৭৭ বল। হাঁকিয়েছেন ১৫টি চার ও একটি ছক্কা। ৮৬ রানের ইনিংস খেলেন সরফরাজ আহমেদ। ওপেনার ইমাম উল হক ২৪ ও সৌদ শাকিল ২২ রান করেন। আব্দুল্লাহ শফিক ও শান মাসুদ স্টাম্পিং হয়ে ফেরেন দুই অঙ্কের রানে পৌঁছানোর আগেই।

বল হাতে নিউজিল্যান্ডের হয়ে এজাজ প্যাটেল ও মাইকেল ব্রেসওয়েল দুটি উইকেট নেন। এক উইকেট পান টিম সাউদি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ